অনলাইন ডেস্ক:
প্রতিবছরের ন্যায় এবারো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালন করেছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)।
রোববার (৯ অক্টোবর) সন্ধ্যায় ব্রুকলিনের পিএস ১৭৯ স্কুলের-এর মিলনায়তনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিলে শতশত মুসল্লি অংশ নেন।
মাহফিল শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার সভাপতি মনির আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্রগ্রাম সমিতির সাবেক সভাপতি মো হানিফ, সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, সাবেক নির্বাচন কমিশনার সৈয়দ এম রেজা, বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া, মিরসরাই সমতির সাবেক সভাপতি কাজী আশরাফ হোসেন নয়ন, এটর্নি মঈন চৌধুরী, আবু তালেব চান্দু, আহবায়ক মো. আবু তাহের, যুগ্ম আহবায়ক মো. আরিফুল ইসলাম, প্রধান সমন্বয়কারী আবু কাশেম, সমন্বয়কারী মো. আইয়ুব আলী আনসারী, চট্রগ্রাম সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি মাকসুদুল হক চৌধুরী, সাদস সচিব মীর কাদের রাসেল, যুগ্ম সচিব মোঃ ইকবাল হোসেন ও সাবেক সহ-সভাপতি তারেকুল হায়দায় চৌধুরী প্রমুখ।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)এর মিলাদ মাহফিলে আগত অতিথিদের চট্রগ্রামের ঐতিহ্যবাহী মেজবান এর মাধ্যমে আপ্যায়ন করা হয়।