অনলাইন ডেস্ক:
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন-২০২৪ এ বছর না করার সিদ্ধান্ত নিয়েছে কার্যকরী পরিষদ। বাংলাদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতিকে সামনে রেখে মানবিক কারণে গত ২৭ আগস্ট কার্যকরী পরিষদের সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদারের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। এতে বনভোজন ছাড়াও ক্লাবের কাজকে গতিশীল করার লক্ষ্যে ব্যাপক আলোচনা হয়। আলোচনায় অংশগ্রহন করেন ক্লাবের সাবেক সভাপতি আবু তাহের, সহ সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সরকার, কোষাধ্যক্ষ রশীদ আহমদ, কার্যকরী সদস্য রওশন হক ও মুস্তাফিজুর রহমান। অনলাইনে ছিলেন সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু।
উল্লেখ্য যে, গত ২৮ জুলাই রোববার লং আইল্যান্ডের বেথপেজ ষ্টেট পার্কে বনভোজনের হওয়ার কথা ছিল। বাংলাদেশ কোটা আন্দোলনে ছাত্র-জনতা হত্যা, নির্যাতন ও সারা বিশ্বব্যাপি মানুষের উৎবেগ-উৎকন্ঠ পরিবেশের কারণে বনভোজন স্থগিত করা হয়। পরবর্তীতে ১৮ আগস্ট কার্যকরী কমিটির সভায় নতুনভাবে ১৪ সেপ্টেম্বর শনিবার একই স্থানে তারিখ নির্ধারণ করা হয়। সম্প্রতি বাংলাদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে কার্যকরী কমিটি আবারও সিদ্ধান্ত নিয়েছে বনভোজন না করার। যেহেতু সেপ্টেম্বর পরবর্তীকে শীত নামবে সেহেতু এ বছর বনভোজন করা সম্ভব হবে না।