December 21, 2024, 5:18 pm
ব্রেকিং নিউজ
১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন শনিবার মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিচ্ছেন না খালেদা জিয়া যথাসময়েই হবে ইজতেমা, ছাড় পাবে না সহিংসতাকারীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে: তারেক রহমান জুবায়েরপন্থিদের উস্কানিতে সংঘর্ষ, দাবি সাদ গ্রুপের বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষ, সেনা মোতায়েন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো যাবে না পুলিশ ভেরিফিকেশন কোথাও থাকবে না: কমিশন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল ইভিএমে নয়, জাতীয় নির্বাচন হবে ব্যালটে: সিইসি স্কুলে ভর্তির লটারি আগামীকাল, ফলাফল দেখবেন যেভাবে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিলেন আন্দালিব রহমান পার্থ স্বাধীনতা বিক্রি করা আ.লীগ এখন ভারতে পালিয়েছে: জামায়াত আমির ২০২৫ সালের শেষে জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না: শিল্প উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল কবি হেলাল হাফিজের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক কুমিল্লা বুড়িচং থানা শ্রীপুর গ্রামের কৃতিসন্তান মাজহারুল ইসলাম ভূইয়া বাংলাদেশ বিমান বাহিনীর ৮৫ তম বাফা কোর্স ২০২৪, ফ্লাইং অফিসার পদে কমিশন লাভ

নাম ফিরে পেল সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ, খুশির জোয়ার

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, December 18, 2024
  • 6 দেখা হয়েছে

মাধবপুর প্রতিনিধি:

সাত বছর পর আগের নাম ফিরে পেল হবিগঞ্জের মাধবপুর উপজেলার সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ। কলেজের আগের নাম ফিরে পাওয়ায় এলাকাবাসী, ছাত্র-শিক্ষক, অভিভাবকসহ সবার মধ্যে আনন্দ দেখা দিয়েছে।মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সার্কুলার জারি করে এ তথ্য নিশ্চিত করেছে।

সাত বছর আগে তৎকালীন সংসদ সদস্য বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী প্রভাব খাটিয়ে মাধবপুর সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে তার বাবা মাওলানা আছাদ আলী ডিগ্রি কলেজ করেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ দেখা দিলেও তারা প্রতিবাদ করেননি।

৫ আগস্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তন হলে বিক্ষুব্ধ ছাত্র-জনতা কলেজের নাম-পরিবর্তন করে পূর্বের নাম সৈয়দ সঈদ উদ্দিন নামকরণের দাবি করে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেন।

কলেজের শিক্ষকরা জানান, মাধবপুরে উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি পর্যায়ে গ্রামীণ এলাকায় শিক্ষা বিস্তারের লক্ষ্যে মাধবপুর উপজেলা শহরের উত্তর পাশে ব্রিটিশবিরোধী আন্দোলনের রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনীতিজ্ঞ প্রাদেশিক পরিষদ সদস্য সৈয়দ সঈদ উদ্দিনের নামে একটি কলেজ প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার শুরুতে কলেজের কোনো অবকাঠামো ছিল না। শিক্ষকদের বেতনসহ নানান আর্থিক দৈন্যদশা দেখা দেয়। পরে সৈয়দ সঈদ উদ্দিনের ছেলে ও নাতিরা ‘সায়হাম শিল্প পরিবার’-এর মাধ্যমে কলেজের অবকাঠামোসহ অ্যাকাডেমিক ভবন, সীমানা প্রাচীর, শিক্ষকদের বেতন ও যাবতীয় ব্যয়ভার বহন করেন।

কলেজটি জাতীয়করণ হওয়ার পর অনার্স-মাস্টার্স ডিগ্রি চালু হয়।

২০১৭ সালের দিকে হঠাৎ করে এর নাম রাখা হয় মাওলানা আছাদ আলী ডিগ্রি কলেজ। তখন রাজনৈতিক প্রভাব দেখিয়ে বিমান প্রতিমন্ত্রীর বাবার নামে কলেজের নামকরণ করা হয়। সর্বজন গ্রহণযোগ্য শিক্ষাবিদ সৈয়দ সঈদ উদ্দিনের নাম মুছে ফেলায় মাধবপুরজুড়ে মানুষ প্রতিবাদমুখর হয়ে ওঠে।

কলেজের তৃতীয় বর্ষের ছাত্র মোজাম্মেল হক জানান, হঠাৎ করে কলেজের নাম পরিবর্তন করে ফেলায় হাজার হাজার শিক্ষার্থী সনদ নিয়ে জঠিলতার মধ্যে পড়েন। এখন পূর্বের নামে কলেজের নামকরণ করায় শিক্ষার্থীরা অনেক খুশি।

কলেজের শিক্ষক অধ্যাপক মিজানুর রহমান জানান, বিজয়ের মাসে সত্যের জয় হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলেজের নাম এখন আগের নামে বহাল রেখেছে। এতে সবাই খুশি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই শিকদার সরকার বলেন, গত সিন্ডিকেট সভায় মাওলানা আছাদ আলী কলেজের নাম বাদ দিয়ে এখন আগের নাম সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের নাম বহাল রেখে সার্কুলার জারি করা হয়েছে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102