বেল্লাল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :
নাটোর -বগুড়া মহাসড়কে সিংড়া বাস্ট্যান্ড এলাকায় যান চলাচলে শৃঙ্খলা আনতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত যৌথ চেকপোস্ট পরিচালনা করে সড়ক পরিবহন আইন ২০১৮, এর অনুযায়ী ১০ টি মোটরসাইকেল জব্দ, ৪ টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও বিভিন্ন অপরাধে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী।
সিংড়া ক্যাম্পের ক্যাপ্টেন আহমেদ সাফওয়ান জাসির জানায়, সিংড়া বাসট্যান্ড এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ ভ্রাম্যমাণ চেকপোস্ট পরিচালনা করে অভিযান পরিচালনা করে অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্সবিহীন গাড়ি চালক, ফিটনেসবিহীন গাড়ি, দ্রুত গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো এবং অবৈধ লাইসেন্সের বিরুদ্ধে সিংড়া আর্মি ক্যাম্প, ও পুলিশ নাটোর -বগুড়া মহাসড়কের সিংড়া বাসট্যান্ড এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করা হয়।
যৌথ অভিযানে ১০ টি গাড়ি জব্দ, ৪ টি গাড়ির বিরুদ্ধে মামলা ও বিভিন্ন অপরাধে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।জনসার্থে এধরণের অভিযান অব্যহত থাকবে।