April 4, 2025, 1:08 pm
ব্রেকিং নিউজ
আমরা দেশে শান্তি চাই: প্রধান উপদেষ্টা চাঁদ দেখা গেছে,বাংলাদেশে কাল ঈদ ঢাকায় কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান সারজিস খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার টেলিটক গ্রাহকদের সুখবর দিলো সরকার বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি: ধর্ম উপদেষ্টা ছুটির দিনেও রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক খোলা রাখার নির্দেশ দুদকের মামলা: সাবেক মন্ত্রী নাসিমের ছেলের যুক্তরাষ্ট্রে ১৪ অ্যাপার্টমেন্ট বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা করার সুপারিশ আ.লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ আ.লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি এনসিপির

নাটোরের বড়াইগ্রামে মাছ চুরি করতে গিয়ে বিএনপির নেতা-কর্মী ৭জন গ্রেফতার

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, December 15, 2024
  • 41 দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : নাটোরের বড়াইগ্রামে পারকোল উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে মাছ চুরি করতে গিয়ে ছাত্রদলের সাত নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) ভোরে উপজেলার পারকোল গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় মাছ ধরার জাল ও একটি ব্যাটারিচালিত ভ্যান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পারকোল উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য ইব্রাহিম হোসেন বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন,বনপাড়া ছাত্রদলের সভাপতি সোহেল রানা। বাকিরা হলেন আলমগীর হোসেন, কৌশিক আহমেদ, জামিল হোসেন, রাজু আহমেদ, তুষার হোসেন, সুমন আলী ও আমজেল হোসেন। তাঁরা সবাই পৌর ছাত্রদলের সদস্য।

উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি ইব্রাহিম হোসেন জানান, পারকোল উচ্চবিদ্যালয়ের খেলার মাঠসংলগ্ন ৫০ শতক আয়তনের একটি পুকুর রয়েছে, যেখানে প্রায় পাঁচ লাখ টাকার মাছ আছে। স্থানীয় মসলম উদ্দিন, ইসলাম আলী, আনোয়ার হোসেনসহ কয়েকজন মাছ চুরির পরিকল্পনা করেন।

রোববার ভোররাতে ১০-১২ জনের একটি দল মাছ পরিবহনের জন্য ট্রাক, ভ্যান ও জাল নিয়ে পুকুরে মাছ ধরতে আসে। এ সময় বিদ্যালয়ের নৈশপ্রহরী আমজাদ হোসেন বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করেন। তাঁর চিৎকারে স্থানীয়রা দলবদ্ধভাবে ঘটনাস্থলে গিয়ে তাদের ঘিরে ফেলে। অধিকাংশ অভিযুক্ত পালিয়ে গেলেও সাতজনকে স্থানীয়রা ধরে ফেলে এবং পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় ইব্রাহিম হোসেন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।

পারকোল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

জানতে চাইলে বড়াইগ্রাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল মোবাইল ফোনে বলেন, তদন্ত সাপেক্ষে ঊর্ধ্বতন রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাছ চুরির ঘটনায় জড়িত অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102