July 9, 2025, 11:38 am
ব্রেকিং নিউজ
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ কারাগারে নকশিকাঁথা শিখে স্বাবলম্বী নারী কয়েদিরা এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা কাকরাইলে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের উপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শিবির নয়, লাল ব্যাজ ধারণের প্রস্তাব দিয়েছিলেন ছাত্রদলের নাছির ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারাদেশে পবিত্র আশুরা পালিত নির্বাচনের আগে অবশ্যই সংস্কার-বিচারের সুরাহা হতে হবে: নাহিদ গত ১৫ বছরে কেমন সাংবাদিকতা হয়েছে, পুনর্মূল্যায়নে জাতিসংঘের সাহায্য চেয়েছে সরকার:প্রেস সচিব বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা সেই সাবেক সহকারী কমিশনার ঊর্মি চাকরিচ্যুত ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন গ্রাহক পর্যায়ে গ্যাস বিলে কর কমল এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের ‘শাটডাউনসহ’ সব কর্মসূচি প্রত্যাহার উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া গেল গুলির ম্যাগজিন ইমাম-খতিবদের সুখবর দিলেন ধর্ম উপদেষ্টা খুলনা প্রেসক্লাব থেকে বেরিয়ে শুনি প্রেস সচিব অবরুদ্ধ: ফয়েজ আহম্মদ

নববধূকে হেলিকপ্টারে চড়িয়ে নিজ গ্রামে নিলেন ট্রাক্টরচালক

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Friday, July 4, 2025
  • 11 দেখা হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি:পাশের গ্রাম থেকে হেলিকপ্টারে করে নতুন বউকে নিয়ে এলেন ট্রাক্টরচালক বর। শুক্রবার হেলিকপ্টার করে নববধূকে নিজগ্রাম নায়েকপুর পূর্বপাড়ায় নিয়ে আসেন মাসুম খান।

নেত্রকোনার মদন উপজেলায় নায়েকপুর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের তৃতীয় ছেলে মোহাম্মদ মাসুম খান পেশায় ট্রাক্টরচালক। পার্শ্ববর্তী ফতেপুর ছত্রকোনা গ্রামের কৃষক আশাহিদ তালুকদারের মেয়ে রিমা আক্তারের সঙ্গে মোহাম্মদ মাসুম খানের বিয়ে হয়। তিনি বেলা ২টায় জুমার নামাজের পর উপজেলার নায়েকপুর পূর্বপাড়া থেকে হেলিকপ্টারে করে ফতেপুর ছত্রকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নামেন। এই দুই স্থানের দূরত্ব প্রায় ৬ কিলোমিটার।

বিদ্যালয় মাঠ থেকে তিনি কনের বাড়িতে যান। তার আগেই বরপক্ষের লোকজন কনের বাড়িতে গিয়ে উপস্থিত হন। মধ্যাহ্নভোজের পর বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কনেকে নিয়ে তিনি হেলিকপ্টারে ওঠেন। বিকাল সাড়ে ৪টার দিকে তিনি ছত্রকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নববধূকে নিয়ে অবতরণ করেন। সেখান থেকে সরাসরি বাড়িতে যান।

বর-কনেসহ হেলিকপ্টারটি ওই বোরো মাঠে নামালে উৎসুক এলাকাবাসী সেখানে ভিড় করেন।

বর ট্রাক্টরচালক মোহাম্মদ মাসুম খান বলেন, আমি একজন ট্রাক্টর চালক। আমার ইচ্ছা ছিল আমার বউকে হেলিকপ্টারে করে বাড়িতে নিয়ে আসব। আমার পরিবার ১ লাখ ৭২ হাজার টাকায় হেলিকপ্টার ভাড়া করে এই ইচ্ছা পূরণ করেছে। হেলিকপ্টারে করে বউ আনতে পেরে বর মাসুম খানসহ পরিবারের সবাই খুশি। হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়িতে আসতে পেরে নতুন বউও খুব খুশি।

বর মোহাম্মদ মাসুম খানের বাবা মো. মতিউর রহমান খান বলেন, আমার ছেলের ইচ্ছা ছিল তার বউ হেলিকপ্টারে বাড়িতে আনবে। তাই আমি আমার ছেলের বউ আনতে এ ব্যবস্থা করেছি। এতে আমি ও আমার পরিবার খুবই খুশি।

ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার সফি জানান, হেলিকপ্টারে বর ও নতুন বউ আসার বিষয়টি তাদের উপজেলায় এই প্রথম। সবাই এ বিয়ের অনুষ্ঠান উপভোগ করেছেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102