যশোর প্রতিনিধি:
অভয়নগর (যশোর) প্রতিনিধি অভয়নগরের নওয়াপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে বন্যার্তদের সহায়তায় অনুদান প্রদান করা হয়েছে।শুক্রবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ অনুদান প্রদান করা হয়।
প্রেসক্লাবের উপদেষ্টা ও সদস্যদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদের কাছে প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফফার আহমেদ, উপদেষ্টা এস এম ফারুক হোসেন, সহ-সভাপতি এস এম মুজিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, কোষাধ্যক্ষ মফিজুর রহমান দপ্তরি, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলাউদ্দিন খান হীরা, নওয়াপাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি খায়রুল বাশার, প্রেসক্লাবের সদস্য ইঞ্জিনিয়ার শওকত হোসেন বেগ, জাকির হোসেন হৃদয়, আশরাফুল আলম লিপু, রাজয় রাব্বি প্রমুখ।
দেশের চলমান প্রাকৃতিক দুর্যোগে বন্যার্তদের জন্য সামান্য পরিমাণ এই সহায়তা কিছুটা হলেও বন্যার্তদের উপকারে আসবে বলে বিশ্বাস করেন নওয়াপাড়া প্রেসক্লাবের সদস্যরা।