March 19, 2025, 8:43 pm
ব্রেকিং নিউজ
পুলিশের বিষয়ে ৫ সিদ্ধান্ত সাত বছরের শিশুকে ধর্ষণ মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, পুলিশের ওপর হামলা সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা এসআই থেকে ইন্সপেক্টর হলেন ১২৯ কর্মকর্তা দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরে পেলেন শফিক রেহমান জাবির ৯ শিক্ষক, ২৮৯ শিক্ষার্থী ও ৩ কর্মকর্তা-কর্মচারী বহিষ্কার দেশের দীর্ঘতম যমুনা রেলসেতুর উদ্বোধন জাতীয় দলে হামজার জার্সি নম্বর কত, জানা গেল ঈদ উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা ডিসেম্বরে নির্বাচন, সংস্কার এর মধ্যে করে ফেলতে হবে আবরার হত্যা মামলা:২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল সাত কলেজ নিয়ে হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ঐকমত্য কমিশন ও রাজনৈতিক নেতাদের বৈঠক বাংলাদেশের পাশে থাকার ঘোষণা জাতিসংঘ মহাসচিবের সিপিবি কার্যালয়ের সামনে সতর্ক পুলিশ কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি সাইট পরিদর্শন প্রধান উপদেষ্টার শনিবার ২ কোটি ২৬ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল মহাসড়কে বাধা সৃষ্টি করা যাবে না: আইজিপি আছিয়া আর নেই

ধর্ষণের শিকার শিশুর বাবাকে হত্যা, ৩ আসামি রিমান্ডে

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, March 19, 2025
  • 15 দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি:

বরগুনায় আলোচিত মন্টু চন্দ্র দাস হত্যা মামলায় গ্রেফতার তিন আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকালে পুলিশ তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরীয়ত উল্লাহ প্রত্যেক আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. আসলাম ওরফে কালু (৩৫), মো. রফিকুল ইসলাম (৪২) ও শ্রী রাম চন্দ্র রায় (৬৭)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ মার্চ দিবাগত রাত ১টার দিকে বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের করইতলা নামক এলাকার নিজ বাড়ির পেছন থেকে মন্টু চন্দ্র দাসের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ১২ মার্চ বিকালে নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে ওই দিনই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মো. আসলাম ওরফে কালু (৩৫), মো. রফিকুল ইসলাম (৪২) এবং শ্রী রাম চন্দ্র রায়কে (৬৭) আটক করে দায়েরকৃত অপহরণ ও ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পরে ওই আসামিদের হত্যা মামলায় গ্রেফতার এবং রিমান্ডের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

এ বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বাদীপক্ষের আইনজীবী জিয়া উদ্দিন বলেন, হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতার দেখিয়ে আদালতে রিমান্ড আবেদন করেন। পরে আদালত তাদের গ্রেফতার ও তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আটক তিনজনকে গ্রেফতার এবং মামলার তদন্তের স্বার্থে আদালতে রিমান্ড আবেদন করা হয়। পরে আদালত তাদের গ্রেফতার আবেদন গ্রহণ করে প্রত্যেক আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102