April 3, 2025, 2:39 am
ব্রেকিং নিউজ
আমরা দেশে শান্তি চাই: প্রধান উপদেষ্টা চাঁদ দেখা গেছে,বাংলাদেশে কাল ঈদ ঢাকায় কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান সারজিস খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার টেলিটক গ্রাহকদের সুখবর দিলো সরকার বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি: ধর্ম উপদেষ্টা ছুটির দিনেও রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক খোলা রাখার নির্দেশ দুদকের মামলা: সাবেক মন্ত্রী নাসিমের ছেলের যুক্তরাষ্ট্রে ১৪ অ্যাপার্টমেন্ট বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা করার সুপারিশ আ.লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ আ.লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি এনসিপির

ধর্ষণচেষ্টা নিয়ে সংঘর্ষ, নারীসহ ১৫ জন আহত

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Friday, July 21, 2023
  • 129 দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর সদর উপজেলায় ধর্ষণের চেষ্টার অভিযোগে উভয়পক্ষের সংর্ঘষে নারীসহ আহত হয়েছে অন্তত ১৫ জন। শুক্রবার সকালে মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের পশ্চিম ছিলারচর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন পশ্চিম ছিলারচর এলাকার ৪নং ওয়ার্ডের ইউনুস ফকিরের ছেলে ইমান ফকির (৪০), রহমানের খানের ছেলে সালাউদ্দিন খান (৩২), সোনাই শিকদারের ছেলে শাহাবুদ্দিন শিকদার (৪৫), কালাই শিকদার (৪৩), ইসমাইল মাতুব্বরের স্ত্রী রানু (৫৫), মাইদুল শিকদারের স্ত্রী রিনা (২৮), ইউনুস ফকিরের স্ত্রী সুরাতন বেগম (৫০), রাজ্জাক ঘরামীর স্ত্রী রাহাতন নেশা (৬৫), লেলালউদ্দীনের ছেলে আজাহার শিকদার (৪৫), আমজেদ শিকদারের মহিবুল (৩৫), নজরুল ইসলামের ছেলে সেলিম (৩০), ফোরকান ফকির (৩৬), আজহার শিকদার (৫৫), রবিন শিকদার (৩২) রুবেল মাতুব্বর (৩৭)। এদিকে এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল সূত্র জানা যায় গেছে, সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের পশ্চিম ছিলারচর এলাকায় নারী তার ছোট বোনকে নিয়ে চিকিৎসা করাতে ঢাকা যান।
শুক্রবার সকালে তার স্বামী তার দোকানে চলে গেলে বাড়িতে একা রান্না করে ছিল তার মেয়ে। শাহাবুদ্দিন শিকদারের ছেলে শামীম ওই মেয়েকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে ওই মেয়ে ঘর থেকে বেরিয়ে এলে তার চাচি এসে তাকে উদ্ধার করে। পরে এ বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে কথার কাটাকাটি হয়। কাটাকাটি মধেই উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়। এদিকে আহত সুরাতন নেসার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী বলেন, আমার মেয়ে বাসায় একা ছিল। এই সুযোগে আমার প্রতিবেশী শাহাবুদ্দিন শিকদার ছেলে শামীম শিকদার মেয়েকে ধর্ষণ চেষ্টা চালায়। তারপর আমার মেয়ে চিৎকার করলে তার চাচি এসে তাকে উদ্ধার করে। পরে এ বিষয়টি তাদেরকে জিজ্ঞেসা করলে তারা উল্টো আমাদেরকে মারধর করছে। আমরা এর সঠিক বিচার চাই।
এদিকে অভিযুক্ত শাহাবুদ্দিন শিকদারের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তাকে পাওয়া যায়নি।
মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো.সিহাব বলেন, সকালে অনেক মারামারির রোগী এসেছে তাদের মধ্যে একজনকে অবস্থা অনেক খারাপ তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বলেন, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102