আন্তর্জাতিক ডেস্ক:বিয়েই যার কাছে ব্যবসা।ধনী ব্যক্তিদের লক্ষ্যবস্তু বানিয়ে সম্পর্কে জড়ান, এরপর বিয়ে। এভাবে সোয়া এক কোটি রুপি আয় করেছেন এক নারী, বাংলাদেশি মুদ্রায় যা দেড় কোটি টাকারও বেশি। ভারতে গত ১০ বছর ধরেই এই প্রতারণা চালিয়ে যাওয়া ওই নারীকে সম্প্রতি গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আখ্যা দেওয়া হচ্ছে ‘লুটেরা বধূ’ নামে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ওই নারীর নাম সীমা। নিক্কি নামেই পরিচিত তিনি। ২০১৩ সালে প্রথম আগ্রার এক ব্যবসায়ীকে বিয়ে করেন তিনি। কিছুদিন পরেই স্বামীর নামে মামলা করেন এবং আপোষে এসে ৭৫ লাখ রুপি পান তিনি।
এরপর ২০১৭ সালে সীমা গুরুগ্রামের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে বিয়ে করেন। তার সঙ্গেও বিচ্ছেদ হয় এবং ১০ লাখ রুপি পান তিনি। সর্বশেষ ২০২৩ সালে জয়পুরের এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে গয় সীমার। তার কাছ থেকেও টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যান যার দাম ৩৬ লাখ রুপি। তখন তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, বিভিন্ন পাত্র-পাত্রী খোঁজার ওয়েবসাইট থেকে ধনী পাত্র খুঁজে বের করেন সীমা। তার পর তাদের টার্গেট করে বিয়ে করেন। এভাবে সোয়া এক কোটি রুপি আয় করেছেন সীমা।