স্পোর্টস ডেস্ক :
বৃহস্পতিবার সকাল ৯টায় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে আগে ব্যাটিংয়ের সুযোগ পেলে বাংলাদেশের টার্গেট থাকবে ১৮০-১৯০ রান।
ম্যাচের আগের দিন বুধবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, উইকেট বিবেচনায় সিডনি ম্যাচে আগের চেয়ে হয়তো বেশি রান করতে হবে।
সাকিব বলেন, নেদারল্যান্ডসের বিপক্ষে আমরা ১৪৪ রান করে তাদের ডিফেন্ড করতে পেরেছি। তার মানে ওই পিচের জন্য সেটা যথেষ্ট ছিল। সিডনিতে হয়তো ১৮০ করতে হবে।
তিনি আরও বলেন, পুরো দল মিলে আমরা কীভাবে ১৮০-১৯০ করতে পারি কিংবা এমনও হতে পারে ১৩০ রানের পিচও হতে পারে। সেটা আমরা যেন করতে পারি তাহলে খুশি থাকব। আমাদের চিন্তাভাবনা কীভাবে দলকে এগিয়ে নিতে পারি।
দলের ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং নিয়ে সাকিব বলেন, আমাদের অনেক জায়গা আছে যেখানে আরও বেশি নিখুঁত হতে হবে। আমার কাছে মনে হয় ফিল্ডিংয়ে খুব ভালো করছি, ফাস্ট বোলিংটাও খুবই ভালো আছে। ব্যাটিং নিয়ে স্বস্তি পেতে শুরু করেছি। সব ডিপার্টমেন্টেই আমরা যদি ৫-১০ শতাংশ করে উন্নতি করতে পারি তাহলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরও ভালো একটি ম্যাচ উপহার দিতে পারব।