হোসেন মনির:
আজ ৪ ফেব্রুয়ারি (শনিবার)দৈনিক রূপসী বাংলা ৫২তম বর্ষে পদার্পন উপলক্ষে রূপসী বাংলা পত্রিকার অফিসে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই সাহসিকতার সাথে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে দৈনিক রূপসী বাংলা। বরেণ্য শিক্ষক, সাংবাদিক, কবি ও লেখক অধ্যাপক আবদুল ওহাবের অনন্য কীর্তি দৈনিক রূপসী বাংলা। অধ্যাপক আবদুল ওহাব সম্পাদিত বৃহত্তর কুমিল্লা, বৃহত্তর নোয়াখালী ও বৃহত্তর সিলেট অঞ্চলের প্রথম দৈনিক হিসেবে ‘রূপসী বাংলা’ ইতিহাসে তার স্থান নির্দিষ্ট করে নিয়েছে। সুদীর্ঘ ৫২ বছর ধরে এটি তার নিরন্তর পথচলা অব্যাহত রেখেছে। রূপসী বাংলা কুমিল্লার সঙ্গে বাংলাদেশের সাংবাদিকতাকেও সমৃদ্ধ করেছে। বহুল প্রচারিত রূপসী বাংলা পত্রিকায় কাজ করে অনেকে জাতীয় গণমাধ্যমেও ভূমিকা রেখেছেন।দৈনিক রূপসী বাংলার পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাসিনা ওহাব।
কুমিল্লা সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি সাংবাদিক ওমর ফারুকী তাপস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক রূপসী বাংলার সহকারি সম্পাদক আরিফ অরুণাভ, বার্তা সম্পাদক আসিফ তরুণাভ,কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাবেক আহবায়ক সাংবাদিক মাসুক আলতাব চৌধুরী, সিনিয়র সাংবাদিক অশোক বড়ুয়া।
এদিকে দৈনিক রূপসী বাংলার পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাসিনা ওহাবকে ফুল ও ক্রেষ্ট দিয়ে শুভেচ্ছা জানান কুমিল্লা সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি সাংবাদিক ওমর ফারুকী তাপস সাংধারন সম্পাদক মনির হোসেন।দৈনিক ভোরের কাগজের কুমিল্লা জেলা প্রতিনিধি জানে আলম দুলাল,দৈনিক আজকের জীবনের জেলা প্রতিনিধি নেকবর হোসেন, সাংবাদিক বাবর হোসেন, সাংবাদিক জুয়েলরানা মজুমদার,দৈনিক শ্রমিক পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সোহাগ মিয়াজি, এসটিভি জেলা প্রতিনিধি রাজিব সাহা, জাহাঙ্গীর আলম জাবির,ওমর শারীদ বিধান, নারায়ন কুন্ড।
ফুলেল শুভেচ্ছা জানান কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. মনির হোসেন, সাংবাদিক দেলোয়ার হোসেন আকাঈদ, সাংবাদিক জাকির হোসেন ।
ছোট্ট পরিসরে আয়োজিত অনুষ্ঠানে রূপসী বাংলায় কর্মরত সাংবাদিক, অফিস স্টাফ, শুভান্যুধায়ী উপস্থিত ছিলেন।অনেকেই ফুল দিয়ে পত্রিকার সম্পাদক হাসিনা ওহাবকে শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ্য কামনা করেন।
প্রসঙ্গত, কুমিল্লার সংবাদপত্র ও সাংবাদিকতা জগতের পথিকৃৎ দৈনিক রূপসী বাংলা’র পথচলার ৫২ বছর আজ। পত্রিকাটির ৩২ বছরের সময় অধ্যাপক আবদুল ওহাব মারা যান। আর এই ২০ বছরে একদিনের জন্যও পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়নি। নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে রূপসী বাংলা এগিয়ে চলছে অধ্যাপক আবদুল ওহাবের সততা ও আদর্শের পথ ধরে। আজকের সময়ে রূপসী বাংলা একটি বিপ্লব। অধ্যাপক আবদুল ওহাবের মৃত্যুর পর দৈনিক রূপসী বাংলার সম্পাদকের দায়িত্ব নিয়ে হাসিনা ওহাবের দিক নির্দেশনায় পত্রিকাটির পথচলা অব্যাহত রয়েছে।