March 14, 2025, 6:04 pm
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি সাইট পরিদর্শন প্রধান উপদেষ্টার শনিবার ২ কোটি ২৬ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল মহাসড়কে বাধা সৃষ্টি করা যাবে না: আইজিপি আছিয়া আর নেই জুলাই অভ্যুত্থানে মাল্টিমিডিয়া সাংবাদিকরা সত্যিকার সাংবাদিকতা করেছে: প্রেস সচিব গার্ডিয়ানকে ড. ইউনূস: বাংলাদেশকে বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখবেন ট্রাম্প জানা গেল মাগুরার সেই শিশুর সর্বশেষ শারীরিক অবস্থা ভোরে স্বরাষ্ট্র উপদেষ্টার আকস্মিক থানা পরিদর্শন ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে : আইন উপদেষ্টা পলিথিনের ক্ষতিকর প্রভাব কমাতে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় পিলখানা হত্যাকাণ্ড: হাসিনাসহ ১৫ জনকে সাক্ষ্য দিতে ডাকল তদন্ত কমিশন ফ্যাসিবাদ তাড়িয়েছি আবার কোনো মুসিবত ডেকে আনার জন্য নয়: হাসনাত অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা ভোলা-বরিশাল-ঢাকা গ্যাস পাইপলাইনের সিদ্ধান্ত ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ স্বাধীনতা পুরস্কার নেবেন না বদরুদ্দীন উমর কম সংস্কার চাইলে ডিসেম্বরে, অন্যথায় জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা শাহী মসজিদ বস্তির আগুনে পুড়ল দেড়শ ঘর, দুটি বাস পাকিস্তান থেকে চাল নিয়ে জাহাজ এল চট্টগ্রামে

দেশের মানুষ উন্নয়নের পক্ষে আওয়ামীলীগকেই ভোট দেবে – পরিকল্পনামন্ত্রী

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, November 29, 2023
  • 76 দেখা হয়েছে

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:

পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেনবিএনপি নির্বাচনে আসবে কিনা সেই উত্তর আমার কাছে নেই জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমি বিএনপির সদস্য নয়। তাদের সাথে আমার কোনো যোগাযোগও নেই। আমি তাদের উকিলও নয়। তবে এটুকু বলতে পারি বিএনপি একটি বড় দল। তাদের অনেক ফলোয়ার আছে। আমি বিএনপিতে থাকলে তাহলে অবশ্যই আনন্দের সঙ্গে জাতীয় নির্বাচনে আসতাম।

আজ বুধবার ( ২৯ নভেম্বর ) বিকালে সুনামগঞ্জ শান্তিগঞ্জ উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, স্বৈরাচারী শাসক, অবৈধ শাসক যারা এই দেশকে অবৈধভাবে শাসন করেছে। তারা প্রার্থী বানায় প্রার্থী নামায় ওঠায় অনেক খেলা খেলতে পারে। আমাদের পক্ষে প্রার্থী বানানো কমানো সম্ভব নয়। আমি একজন প্রার্থী হিসেবে অন্য প্রার্থীকে সম্মান জানাই, তাদের সাথে আমি ইলেকশনে লড়বো। দামি বা দামি নয় লেংড়া কিংবা লেংডা নয়, এদেশের যেই নাগরিক সেই নমিনেশন পাবে এবং পেয়েছে সুতরাং তাদের প্রতি আমার সম্মান রয়েছে।

এর আজ দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রশাসনের উদ্দেশ্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, অন্যায় কাজ করিনি, করবও না। প্রশাসনের যারা আছেন, তাদের কাছে অনুরোধ; নির্বাচন কমিশনের আইন অক্ষরে অক্ষরে মানতে হবে। আওয়ামী লীগের কোন প্রার্থীর কথায় কিছু করতে হবে না। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে। তারা বুঝে গেছেন। তাই এ দেশের মানুষ উন্নয়নের পক্ষে আওয়ামী লীগকেই ভোট দেব। সুতরাং কাউকে বেশি কিছু করতে হবে না। সাধারণভাবে স্বাভাবিক কাজটাই করলে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টটা কমিটির সদস্য সিদ্দিক আহমদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক পলিন বখত, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু প্রমুখ।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102