April 1, 2025, 11:37 pm
ব্রেকিং নিউজ
আমরা দেশে শান্তি চাই: প্রধান উপদেষ্টা চাঁদ দেখা গেছে,বাংলাদেশে কাল ঈদ ঢাকায় কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান সারজিস খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার টেলিটক গ্রাহকদের সুখবর দিলো সরকার বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি: ধর্ম উপদেষ্টা ছুটির দিনেও রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক খোলা রাখার নির্দেশ দুদকের মামলা: সাবেক মন্ত্রী নাসিমের ছেলের যুক্তরাষ্ট্রে ১৪ অ্যাপার্টমেন্ট বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা করার সুপারিশ আ.লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ আ.লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি এনসিপির

দেশের প্রথম ‘শুদ্ধ শব্দ উৎসব’ আয়োজন গৌরীপুরে

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, February 20, 2025
  • 11 দেখা হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি:

মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে ইসলামাবাদ ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে বৃহস্পতিবার ‘যুগান্তর শুদ্ধ শব্দ উৎসব’ অনুষ্ঠিত হয়।

যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ‘শুদ্ধ শব্দের অভিযান, ভাষা হবে বেগবান’ স্লোগানে এ উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান।

সাজ্জাদুল হাসান বলেন, এ শুদ্ধতা সবার প্রয়োজন। এটি একটি চমৎকার ও ব্যতিক্রমী আয়োজন। একটি প্রজন্মকে শুদ্ধ শব্দের উৎসবে নিয়ে আসা খুব কঠিন কাজ। সেই কাজটি এতো সহজে স্বজন সমাবেশ করছে দেখে আমি অভিভূত।

উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক প্রাবন্ধিক সেলিম আল রাজ বলেন, দেশে এই প্রথমবারের মতো ‘শুদ্ধ শব্দ উৎসব’ আয়োজন করা হয়েছে। ভাষা ও বানানের শুদ্ধতার জন্য অত্যন্ত সময় উপযোগী।

তিনি বলেন, এ কর্মসূচির উদ্বোধনী দিনে ৭শ’ শিক্ষার্থী অংশ নিয়েছে। মাসব্যাপি পুরো আয়োজনে অর্ধলাখ শিক্ষার্থী অংশ নেবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি ও ইসলামাবাদ ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ।

বক্তব্য দেন উপজেলা স্বজনের যুগ্ম সম্পাদক ফিরোজ মিয়া, ইসলামাবাদ ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাহবুব আহমেদ, প্রভাষক ওয়ালি উল্লাহ, আল মাসুদ, সহকারি শিক্ষক আব্দুল ওয়াহাব, বিলকিস আঞ্জুমানারা, ইয়াহিয়া, ফারজানা নাসরিন, সহকারি মৌলভী ফাতেমা আক্তার, আল আমিন, মিজানুর রহমান, সহকারি শিক্ষক আলী জামাল, ইদ্রিস আলী, সাংবাদিক মাহফুজুর রহমান, আনোয়ার হোসেন, স্বজন সাব্বির ইসলাম, তিন্নি আক্তার, এনামুল হক মঞ্জু, সাবিনা আক্তার, সেলিনা বেগম প্রমুখ।

উৎসবে প্রদর্শন করা হয় রক্তে অর্জিত মাতৃভাষার বানানের শুদ্ধতা রক্ষা ও চর্চা আমাদের অঙ্গীকার। বাংলা আমাদের গর্বের মাতৃভাষা। এ ভাষা ব্যবহারে অশুদ্ধ, বিকৃত, ভুল এবং বিদেশি শব্দের যথেচ্ছ ব্যবহার বন্ধ করতে হবে। ভাষার শুদ্ধ ব্যবহারই হবে সালাম, রফিকসহ ভাষা শহিদদের প্রতি যথার্থ সম্মান প্রদর্শন বিষয়ে প্লেকার্ড প্রদর্শন করা হয়।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102