December 22, 2024, 3:32 am
ব্রেকিং নিউজ
১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন শনিবার মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিচ্ছেন না খালেদা জিয়া যথাসময়েই হবে ইজতেমা, ছাড় পাবে না সহিংসতাকারীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে: তারেক রহমান জুবায়েরপন্থিদের উস্কানিতে সংঘর্ষ, দাবি সাদ গ্রুপের বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষ, সেনা মোতায়েন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো যাবে না পুলিশ ভেরিফিকেশন কোথাও থাকবে না: কমিশন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল ইভিএমে নয়, জাতীয় নির্বাচন হবে ব্যালটে: সিইসি স্কুলে ভর্তির লটারি আগামীকাল, ফলাফল দেখবেন যেভাবে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিলেন আন্দালিব রহমান পার্থ স্বাধীনতা বিক্রি করা আ.লীগ এখন ভারতে পালিয়েছে: জামায়াত আমির ২০২৫ সালের শেষে জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না: শিল্প উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল কবি হেলাল হাফিজের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক কুমিল্লা বুড়িচং থানা শ্রীপুর গ্রামের কৃতিসন্তান মাজহারুল ইসলাম ভূইয়া বাংলাদেশ বিমান বাহিনীর ৮৫ তম বাফা কোর্স ২০২৪, ফ্লাইং অফিসার পদে কমিশন লাভ

দুর্নীতিবাজদের দিয়ে দেশের ভাগ্য পরিবর্তন হবে না: জামায়াত আমির

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, December 2, 2024
  • 21 দেখা হয়েছে

বরিশাল প্রতিনিধি:

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুর্নীতিবাজদের দিয়ে দেশের ভাগ্য পরিবর্তন হবে না। আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, চেষ্টা করব আপনাদের ঋণ পরিশোধের।

তিনি আরও বলেন, ২০০৬ সালে তিনটি মন্ত্রণালয় মন্ত্রী হিসেবে জামায়াত নেতারা দায়িত্ব পালন করেছিলেন। তাদের দুই হাত দুর্নীতিমুক্ত ছিল। হাজার চেষ্টা করেও কেউ অভিযোগ আনতে পারেনি। তাদের হাতে গড়ে দেওয়া মানুষ দেশে এখনও আছে।

রোববার রাতে বরিশাল নগরীর কেন্দ্রীয় বাসটার্মিনালে অনুষ্ঠিত পথসভায় জামায়াত আমির এসব কথা বলেন।ঢাকা থেকে সড়কপথে ঝালকাঠী যাওয়ার সময় বরিশাল মহানগর জামায়াতের এই পথসভায় তিনি যোগ দেন।

জামায়াত আমির আরও বলেন, আমরা মালিক হবো না, সেবক হয়ে থাকব। আমরা সাম্যতার সমাজ বিনির্মাণ করতে চাই। জনগণের মধ্যে আস্থা জন্মালেই জনসেবার সুযোগ পাওয়া সম্ভব। জনসেবার সুযোগ পেতে আমরা কোনো আজেবাজে কৌশল অবলম্বন করব না। আমি আমার নিজের ব্যাপারে কথা দিতে চাই, আমার সম্পদের পরিমাণ বাড়বে না।পথসভায় শহিদদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করেন জামায়াত আমির।

চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, একটি পক্ষ উসকানি দিচ্ছিল দেশে যাতে রক্তের হলিখেলা হয়। নির্মমভাবে ওই আইনজীবীকে হত্যা করা হলেও দেশের জনগণ কোনো প্রতিশোধ নেয়নি। এটাই আমাদের সম্প্রীতির সোনার বাংলাদেশ। এই দেশকে আমরা সবাই মিলে আরও উচ্চতায় নিতে যেতে চাই। এজন্য আমরা ত্যাগ, আঘাত-চ্যালেঞ্জ মোকাবিলা করবো। জীবন যাবে তবুও এক ইঞ্চি মাটি কারো হাতে তুলে দেব না।

সংখ্যালঘু প্রসঙ্গে তিনি বলেন, ইসলাম সব মানুষের অধিকার সংরক্ষণ করেছে। সংখ্যালঘুরা মুসলমানদের কাছে আমানত। দেশে মসজিদ পাহারা দিতে হয় না, তাহলে মন্দির কেন পাহারা দিতে হবে? কিছু হুতুম পেঁচা আমাদের সুসম্পর্ক নষ্ট করতে চায়। সেই সুযোগ আমরা দেব না।

বরিশাল মহানগরের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ভোলা জেলা আমীর জাকির হোসাইন, পটুয়াখালী জেলা আমির অ্যাডভোকেট নামজুল আহসান।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102