ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে বালুভর্তি ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বালিপাড়া ছোটপুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে পুরুষ তিনজন, এক শিশু ও এক নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে পুলিশ জানিয়েছে।ত্রিশাল থানার ওসি মাইনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সন্ধ্যায় ঈশ্বরগঞ্জ উপজেলার উঁচাখিলা গ্রাম থেকে ঢাকার উদেশ্য রওনা হন নিজাম উদ্দিন ও তার স্ত্রী। উঁচাখিলা বাজার থেকে সিএনজি যোগে ত্রিশালের দিকে রওনা হন। বালিপাড়া বাজার থেকে ওই সিএনজিতে আরও দুইজন যাত্রী উঠে। যাত্রীবাহি সিএনজিটি বালিপাড়া ছোটপুল এলাকায় পৌঁছালে বালিপাড়াগামী দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই নিহত হন ঈশ্বরগঞ্জ উপজেলার উঁচাখিলা গ্রামের নিজাম উদ্দিন (৪৫), তার স্ত্রী হোসনে আরা বেগম (৩৫), একই গ্রামের আনারুল ইসলাম (৩৫), অজ্ঞাত কিশোরি (২০), অজ্ঞাত পুরুষ।