তিতাস প্রতিনিধি, কুমিল্লা।।
তিতাস উপজেলা বিএনপি’র নব গঠিত আহবায়ক কমিটির বিরুদ্ধে উপজলার সিনিয়র নেতৃবৃন্দরা বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন এক সপ্তাহের মধ্যে উপজেলা বিএনপির নেতা কর্মীদের নিয়ে সমাধান করার আশ্বাস দিয়ে সমাবেশটি স্থগিত করার নির্দেশ দেন।
তখন নেতাকর্মীরা তাহার সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে সমাবেশটি স্থগিত করে দেন।
আজ মঙ্গলবার সকালে তিতাস উপজেলা সদর কড়িকান্দি বাজারস্থ ইভা কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাদেক হোসেন সরকার ও তিতাস উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন মোল্লার নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোবারক হোসেন মুন্সি, আবুল হোসেন বুলবুল, রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আক্তার হোসেন, সাইফুর রহমান ভূঁইয়া বাদল, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জাদু, কাজী কবির হোসেন সেন্টু,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী।