December 21, 2024, 4:16 pm
ব্রেকিং নিউজ
১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন শনিবার মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিচ্ছেন না খালেদা জিয়া যথাসময়েই হবে ইজতেমা, ছাড় পাবে না সহিংসতাকারীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে: তারেক রহমান জুবায়েরপন্থিদের উস্কানিতে সংঘর্ষ, দাবি সাদ গ্রুপের বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষ, সেনা মোতায়েন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো যাবে না পুলিশ ভেরিফিকেশন কোথাও থাকবে না: কমিশন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল ইভিএমে নয়, জাতীয় নির্বাচন হবে ব্যালটে: সিইসি স্কুলে ভর্তির লটারি আগামীকাল, ফলাফল দেখবেন যেভাবে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিলেন আন্দালিব রহমান পার্থ স্বাধীনতা বিক্রি করা আ.লীগ এখন ভারতে পালিয়েছে: জামায়াত আমির ২০২৫ সালের শেষে জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না: শিল্প উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল কবি হেলাল হাফিজের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক কুমিল্লা বুড়িচং থানা শ্রীপুর গ্রামের কৃতিসন্তান মাজহারুল ইসলাম ভূইয়া বাংলাদেশ বিমান বাহিনীর ৮৫ তম বাফা কোর্স ২০২৪, ফ্লাইং অফিসার পদে কমিশন লাভ

তরুণ ক্রিকেটারের সম্পদ ৭০ হাজার কোটি, ধারেকাছেও নেই শচীন-কোহলিরা

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Friday, December 6, 2024
  • 16 দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক:বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি বা শচীন টেন্ডুলকার নন, বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটারের নাম আর্যমান বিড়লা। ১৯৯৭ সালে ভারতের সম্ভ্রান্ত বিড়লা পরিবারে জন্ম নেওয়া আর্যমান স্রেফ ২২ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় বলেছিলেন। তার বাবা ভারতীয় শিল্পগোষ্ঠী আদিত্য বিড়লা গ্রুপের কর্ণধার কুমার মঙ্গলম বিড়লা।

ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি প্রচণ্ড ঝোঁক ছিল আর্যমানের। ব্যবসায়ী পরিবার থেকে উঠে এলেও তাই ক্রিকেট ব্যাট হাতেই প্রথম পরিচিত পান তিনি। ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটের শীর্ষ প্রতিযোগিতা রঞ্জি ট্রফিতে একটা সেঞ্চুরিও আছে তার। একসময় আইপিএলেও দল পেয়েছিলেন।

নিজের পারিবারিক পরিচয় ছাপিয়ে ক্রিকেটার হিসেবে আলাদা পরিচয় গড়ে তোলার কথা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন আর্যমান, ‘যখন আমি খেলতে শুরু করি, মানুষ আমাকে নামের দ্বিতীয় অংশ দিয়ে চিনত। আমি শুনতাম তারা আমাকে বিড়লার ছেলে, বিড়লার নাতি বলছে। কিন্তু আমি আমার পারফরম্যান্স দিয়ে ধারণা বদলাতে পেরেছি। তারা আমাকে ভিন্নভাবে চিনতে শুরু করেছে।’

১৯৯৭ সালে মুম্বাইয়ে জন্ম হয় আর্যমানের। শৈশবে ক্রিকেটে মজে যাওয়া আর্যমান দ্রুতই জুনিয়র ক্রিকেটের গণ্ডি পার করে সিনিয়র পর্যায়ে জায়গা করে নিয়েছিলেন। ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটের শীর্ষ প্রতিযোগিতা রঞ্জি ট্রফিতে তার অভিষেক হয় ২০১৭ সালের নভেম্বরে, মধ্যপ্রদেশের হয়ে ওডিশার বিপক্ষে।

২০১৮ সালে ইডেন গার্ডেনসে বেঙ্গলের বিপক্ষে ১৮৯ বলে ১০৩ রানের ইনিংস খেলেন আর্যমান। সব মিলিয়ে ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন আর্যমান, ১ সেঞ্চুরি ও ১ ফিফটিসহ ২৭.৬০ গড়ে করেন ৪১৪ রান। এ ছাড়া চারটি লিস্ট ‘এ’ ম্যাচও খেলেন।

তবে ২০১৯ সালে আচমকাই ক্রিকেট থেকে সাময়িক বিরতির ঘোষণা দেন আর্যমান। তবে সেই বিরতি কাটিয়ে আর ব্যাট-বল হাতে দেখা যায়নি তাকে। ক্রিকেটের নেশা কাটিয়ে এখন পারিবারিক ব্যবসায় মজেছেন এই তরুণ। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, তার সম্পদের পরিমাণ ৭০ হাজার কোটি রুপিরও বেশি।

পেশাদার ক্রিকেটারদের মধ্যে এখন সর্বোচ্চ ১৪৫০ কোটি রুপির মালিক শচীন টেন্ডুলকার। ধোনি-কোহলিদের সম্পদ এখনো হাজার কোটির নিচে।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102