চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের পরিচ্ছন্নতা, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নসহ নানা খাতে জনবান্ধব পরিবর্তনের ক্ষেত্রে তরুণদের ইনোভেটিভ আইডিয়া নিয়ে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
শুক্রবার রাতে নগরীর খুলশি কনভেনশন হলে তরুণ উদ্যোক্তাদের আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রামের ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মেয়র বলেন, দেশকে এগিয়ে নেওয়ার জন্য তরুণদের বিকল্প নেই। আমাদের সংগঠন তরুণদের নিয়ে কাজ করে। আমরা চেষ্টা করি তাদের সাথে নিয়ে সমাজ ও দেশের জন্য কাজ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে।
অনুষ্ঠানে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, ভারতের সহকারী হাইকমিশনার ডা. রাজিব রঞ্জন, জেসিআই ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির, ইমিডিয়েট ন্যাশনাল প্রেসিডেন্ট জিয়াউল হক ভুইয়া, জেসিআই চিটাগং প্রাক্তন প্রেসিডেন্ট শিহাব মালেক, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মাশফিক আহমেদ রুশাদ, আবু বকর শাহেদ শান, রাজু আহমেদ উপস্থিত ছিলেন।