ঢাকা:
ঢাকা জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। টানা তৃতীয়বারের মতো ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন বেনজীর আহমদ। তবে নতুন সাধারণ সম্পাদক পেয়েছে ঢাকা জেলা আওয়ামী লীগ। তিনি হলেন পনিরুজ্জামান তরুণ, যিনি এর আগে ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
শনিবার বিকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে নতুন করে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দুপুরে সম্মেলন অনুষ্ঠান শুরু হয়। দুপুর সোয়া ২টার দিকে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম সম্মেলন উদ্বোধন করেন।
বিকাল সোয়া ৫টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কমিটি ঘোষণা করেন।