অনলাইন ডেস্ক:
শেয়ারবাজারে লেনদেন কিছুটা বেড়েছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৭২ কোটি টাকা লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে যা ৯৬ কোটি টাকা বেশি। এছাড়া এদিন ডিএসইতে ৭৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে ডিএসইর সূচক বেড়েছে ৮ পয়েন্ট।
বাজার বিশ্লেষণে দেখা গেছে- ডিএসইতে মঙ্গলবার ৩১৬টি কোম্পানির ৯ কোটি ৩৪ লাখ শেয়ার লেনদেন হয়েছে; যার মোট মূল্য ৫৭২ কোটি ২১ লাখ টাকা। এর মধ্যে দাম বেড়েছে ৭৮টি কোম্পানির শেয়ারের, কমেছে ৬৭টি এবং অপরিবর্তিত রয়েছে ১৭১টি কোম্পানির শেয়ারের দাম।
ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৩ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই-৩০ মূল্যসূচক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৮ পয়েন্টে উন্নীত হয়েছে।
ডিএসই শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬২ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসইর বাজারমূলধন আগের দিনের চেয়ে বেড়ে ৭ লাখ ৭৭ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে।
শীর্ষ দশ কোম্পানি: ডিএসইতে মঙ্গলবার যেসব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো- জেমিনী সী ফুড, অ্যাপেক্স ফুটওয়্যার, সোনালী পেপার, সী পার্ল বীচ, ফু-ওয়াং ফুড, কোহিনুর কেমিক্যালস, খান ব্রাদার্স পিপি, দেশবন্ধু পলিমার, সোনালী পেপার এবং ওরিয়ন ইনফিউশন।
মঙ্গলবার ডিএসইতে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো- কোহিনুর কেমিক্যালস, খান ব্রাদার্স পিপি, খুলনা প্রিন্টিং, অ্যাপেক্স ফুটওয়্যার, লিব্রা ইনফিউশন, ন্যাশনাল ফিড মিল, মনোস্পুল পেপার, প্রিমিয়ার সিমেন্ট, পেপার প্রসেসিং এবং এডভেন্ট ফার্মা।
অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হলো- অ্যাম্বী ফার্মা, রেনউইক যজ্ঞেশ্বর, মিরাকল ইন্ডাস্ট্রিজ, জেমিনী সী ফুড, বেঙ্গল উইন্ডসোর, ফু-ওয়াং ফুড, আরামিট লিমিটেড, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, অগ্রনী ইন্স্যুরেন্স এবং ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স।