জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে মাদক মামলায় ১৫ পনের বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করা হয়েছে। শনিবার ৮ মার্চ টেকনাফ থানার এসআই নিঃ মাসুম ফরহাদ সঙ্গীয় এএসআই মানষ বড়ুয়া ও ফোর্সের সহযোগিতায় টেকনাফ থানাধীন পৌরসভাস্থ পুরাতন পল্লানপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
জানা যায়,জিআর ৮০৬/১৮ এর ১৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১৫০০০ টাকার অর্থদন্ড এবং অনাদায়ে আরও ০২ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামী নুর মোহাম্মদ , পিতা জাফর হোসাইন, সাং পুরাতন পল্লানপাড়া , টেকনাফ পৌরসভা, থানা -টেকনাফ কক্সবাজার কে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।