অনলাইন ডেস্ক :
টি-২০ বিশ্বকাপে আজ রোববার সকাল ৯টায় ব্রিসবেনে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচ জিততে পারলে টিকে থাকবে বাংলাদেশের শেষ চারের আশা।
এমন ম্যাচে টস ভাগ্যটা সঙ্গ দিয়েছে বাংলাদেশকে। অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত।
আজকের এ ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। মেহেদী হাসান মিরাজের পরিবর্তে দলে স্থান পেয়েছেন ইয়াসির আলী রাব্বি।
সাকিব জানালেন উইকেটটা বেশ শুকনো, সে কারণেই আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ দল আগে ব্যাট করে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করে, সেটিও নিয়ামক হিসেবে কাজ করেছে এখানে।
তবে জিম্বাবুয়ের বিপক্ষে জিততে নিজেদের সেরাটাই দিতে হবে, বিশ্বাস সাকিবের। তিনি বলেন, জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের জন্য আমাদের সেরা খেলাটা খেলতে হবে। পাকিস্তানের বিপক্ষে জয়ের পর তারা বেশ উজ্জীবিত এবং আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।
এদিকে ক্রেইগ আরভিন জানান, টস জিতলে তিনিও ব্যাটিংই বেছে নিতেন। তিনি বলেন, অবস্থা দেখে মনে হচ্ছে, পিচ সারাদিনে খুব বেশি বদলাবে না। আবহাওয়াটা বেশ সুন্দর।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।