কুমিল্লা প্রতিনিধি:
দেবিদ্বার শিক্ষার্থী কল্যান পরিষদের আয়োজনে দেবিদ্বারের কৃর্তি সন্তান ডা. ফেরদৌস খন্দকারের সহযোগিতায় জেল হত্যা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কুমিল্লা আইডিয়াল কলেজে অনুষ্ঠিত হয়।
শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ শাখার সভাপতি ডাঃ ফেরদৌস খন্দকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী, প্রধান বক্তা ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল রহমান জুয়েল,বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা কাগজের সম্পাদক ও প্রকাশক ও মোহাম্মদ
আবুল কাশেম হৃদয়।
দেবিদ্বার শিক্ষার্থী কল্যান পরিষদের সদস্য সচিব মাসুদ হাসানএর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দেবিদ্বার শিক্ষার্থী কল্যান পরিষদের আহবায়ক ওমর ফারুক, শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সরকার, বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশন কুমিল্লা জেলা কমিটির সভাপতি সৈয়দ সাইদুল হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি সভাপতি আবদুর রহমান, চোদ্দগ্রাম উপজেলা কমিটির সভাপতি আবু নেছার উদ্দিন,
ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটির সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক আরিফ খাঁন পাঠান।
কুইজ প্রতিযোগিতা লেপটপ বিজয়ী হয় জামশেদ ভূইয়া।
এছাড়া ও ১০ জনকে ক্রেষ্ট, সনদ দেওয়া হয়। জেল হত্যা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা কুমিল্লা বিশ্ববিদ্যায়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, কুমিল্লা সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন।