বিশেষ প্রতিনিধি: জাল নথির জন্য নিউজার্সি প্যাটারসনের সেলিম খালিককের বাস কোম্পানিকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। জানা যায়,নিউ জার্সির অ্যাটর্নি জেনারেলের অফিসের A-1 এলিগ্যান্ট ট্যুরস কোম্পানি চালকদের ব্যাকগ্রাউন্ড চেক বা ড্রাগ পরীক্ষা করতে ব্যর্থ হওয়া এবং বিষয়টি ধামাচাপাসহ জাল নথির জন্য প্যাটারসন বাস কোম্পানিকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,সরকারি নথিপত্র জাল করার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর প্যাটারসন-ভিত্তিক স্কুল বাস কোম্পানি A-1 এলিগ্যান্ট ট্যুরসকে ১০ বছরের জন্য প্যাটারসনে পরিচালনা নিষিদ্ধ করা হয়েছে এবং ২ লাখ ৫০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। এই কোম্পানির মালিক সেলিম খালিককে পাঁচ বছর আগে অভিযুক্ত করা হয়।
সূত্রে জানায় ,এই স্কুল বাস কোম্পানীটি সেলিম খালিকের ভাইয়ের কোম্পানি। ওই কোম্পানীর বিরুদ্ধে নিউজার্সি স্টেটস সংশিষ্ট কর্তৃপক্ষ অভিযোগটি পর্যবেক্ষণ করবে বলে জানা যায়।