March 11, 2025, 11:18 am
ব্রেকিং নিউজ
গার্ডিয়ানকে ড. ইউনূস: বাংলাদেশকে বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখবেন ট্রাম্প জানা গেল মাগুরার সেই শিশুর সর্বশেষ শারীরিক অবস্থা ভোরে স্বরাষ্ট্র উপদেষ্টার আকস্মিক থানা পরিদর্শন ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে : আইন উপদেষ্টা পলিথিনের ক্ষতিকর প্রভাব কমাতে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় পিলখানা হত্যাকাণ্ড: হাসিনাসহ ১৫ জনকে সাক্ষ্য দিতে ডাকল তদন্ত কমিশন ফ্যাসিবাদ তাড়িয়েছি আবার কোনো মুসিবত ডেকে আনার জন্য নয়: হাসনাত অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা ভোলা-বরিশাল-ঢাকা গ্যাস পাইপলাইনের সিদ্ধান্ত ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ স্বাধীনতা পুরস্কার নেবেন না বদরুদ্দীন উমর কম সংস্কার চাইলে ডিসেম্বরে, অন্যথায় জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা শাহী মসজিদ বস্তির আগুনে পুড়ল দেড়শ ঘর, দুটি বাস পাকিস্তান থেকে চাল নিয়ে জাহাজ এল চট্টগ্রামে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের অবরুদ্ধ করে বিক্ষোভ শহিদের মর্যাদা পাচ্ছেন পিলখানায় নিহত সেনারা নতুন শিক্ষা উপদেষ্টা হচ্ছেন সি আর আবরার স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিলের আদেশ উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে, শপথ বুধবার

জার্মানিতে ‘ক্রিসমাস মার্কেটে’ গাড়ি হামলা, মৃত ৪, আহত ২০০

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, December 21, 2024
  • 31 দেখা হয়েছে
Rescue workers tow the truck which ploughed into a crowded Christmas market in the German capital last night in Berlin, Germany, December 20, 2016.. REUTERS/Fabrizio Bensch NYTCREDIT: Fabrizio Bensch/Reuters

অনলাইন ডেস্ক:
জার্মানিতে ক্রিসমাস মার্কেটে (বড়দিন উপলক্ষে বসা বাজার) গাড়ি চালিয়ে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে পৌঁছেছে। আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০০ জনে। দেশটির সাক্সেন-আনহাল্ট রাজ্যের রাজধানী মাগডেবুর্গে স্থানীয় সময় গতকাল শুক্রবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটেছে।

বিবিসির খবরে জার্মানির সরকারি সম্প্রচারমাধ্যম এআরডির বরাতে হতাহতের এই সংখ্যা জানানো হয়েছে। তবে আহতদের অবস্থা গুরুতর কি না তা নিশ্চিত করে জানাতে পারেনি বিবিসি।

হামলার পর জার্মান পুলিশ সৌদি আরবের নাগরিককে আটক করেছে । পুলিশ বলছে, তিনি ২০০৬ সালে থেকে জার্মানিতে বসবাস করছিলেন। তিনি সম্প্রতি বার্নবার্গে একজন চিকিৎসক হিসাবে কাজ করেছিলেন। তাঁর বয়স ৫০ বছর। জার্মানির কয়েকটি গণমাধ্যমের বরাতে এএফপির খবর বলছে, সন্দেহভাজন হামলাকারীর নাম তালেব এ। তিনি মনোরোগ বিশেষজ্ঞ। রয়টার্সের খবর বলছে, এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানায়।

আগামী ২৫ ডিসেম্বর বড়দিনের আগে ইউরোপ জুড়ে ছোট বড় শহরে ‘ক্রিসমাস মার্কেট’ প্রাচীন ঐতিহ্য। বড়দিনের আগে উৎসব মুখর পরিবেশে এসব মার্কেটে হাতে তৈরি নানা সামগ্রী থেকে শুরু করে শীতকালীন বস্ত্র, কেক জাতীয় খাবার বা মিষ্টান্ন ও নানা ধরনের পানীয় পাওয়া যায়। এ ছাড়াও সংগীতানুষ্ঠান হয়ে থাকে।

গতকাল সন্ধ্যায় মাগডেবুর্গ শহরে ‘ক্রিসমাস মার্কেট’ জমজমাট হয়ে উঠেছিল। সন্ধ্যা সাতটার কিছু পরেই একজন গাড়িচালক অসংখ্য মানুষের মধ্য দিয়ে মার্কেটের ভেতরে প্রায় ৪০০ মিটার পথ গাড়ি চালিয়ে নিয়ে যায়। এরপর জার্মানির নানা শহরে ‘ক্রিসমাস মার্কেটগুলো’ আতঙ্কে বন্ধ করে দেওয়া হয়।

পুলিশ আরও বলেছে, এই হামলাকারী জঙ্গিবাদী কিনা সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। তবে তদন্ত চলছে।

হামলার ঘটনার পর ম্যাগডেবুর্গ পুলিশ এলাকাটি ঘেরাও করে রাখে। কারণ পুলিশের তথ্য অনুযায়ী, ওই গাড়িতে বিস্ফোরক রয়েছে বলে সন্দেহ করা হয়ছে।

২০১৬ সালের ১৯ ডিসেম্বর বার্লিনে ‘ক্রিসমাস মার্কেটে’ তিউনিসিয়ার এক নাগরিক গাড়ি চালিয়ে হামলা করে। এতে ঘটনাস্থলে ১২ জন নিহত হয়েছিল। পরে আহত আরও একজন মারা যান। আইএস এই হামলার দায় স্বীকার করেছিল।

ম্যাগডেবুর্গ শহরের মেয়র সিমোন বোরিস বলেছেন, ‘আমি গভীরভাবে মর্মাহত। আমি কখনই ভাবতে পারিনি যে ম্যাগডেবুর্গ শহরে এমন একটি ঘটনা ঘটবে।’

ম্যাগডেবুর্গ শহরের ক্যাথলিক বিশপ গেরহার্ড ফেইজ হতাশা জানিয়েছেন। এই হামলা ভীতিকর বলে মন্তব্য করেন তিনি।

জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ হামলায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আগামীকাল ম্যাগডেবুর্গ শহরে যাবেন বলে জানিয়েছেন।

সূত্র-এলএবাংলাটাইমস

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102