জামালপুর প্রতিনিধি
জামালপুর অনলাইন জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল হক বাবুসহ সব আসামির ফাঁসির দাবিতে মানবন্ধন করেছে অনলাইন জার্নালিস্টস অ্যাসোসিয়েশন।
শনিবার দুপুরে জামালপুর প্রেস ক্লাবের সামনে অনলাইন জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত জামানের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য দেন জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সম্পাদক লুৎফর রহমান, নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগমসহ অন্য গণমাধ্যম কর্মীরা।
বক্তারা বলেন, মামলার গ্রেফতারকৃত প্রধান আসামি সাধুরপাড়া ইউনিয়নের বরখাস্তকৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু গ্রেফতার হলেও মামলার এজাহারভুক্ত অন্যান্য আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। চাঞ্চল্যকর এই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কেউ প্রকাশ্য ঘুরছে আবার কেউ জামিনে বের হয়ে সাংবাদিক নাদিমের পরিবারকে হুমকি দিচ্ছে। দ্রুত আইনে এই হত্যা মামলাটি নিষ্পত্তি হওয়ার কথা থাকলেও মামলাটি ধীর গতিতেই চলছে। এ সময় নাদিম হত্যা মামলার সব আসামিকে অবিলম্বে গ্রেফতার, জামিন প্রাপ্ত আসামিদের জামিন বাতিলসহ সব আসামির ফাঁসির দাবি জানান তারা।