March 11, 2025, 6:57 am
ব্রেকিং নিউজ
গার্ডিয়ানকে ড. ইউনূস: বাংলাদেশকে বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখবেন ট্রাম্প জানা গেল মাগুরার সেই শিশুর সর্বশেষ শারীরিক অবস্থা ভোরে স্বরাষ্ট্র উপদেষ্টার আকস্মিক থানা পরিদর্শন ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে : আইন উপদেষ্টা পলিথিনের ক্ষতিকর প্রভাব কমাতে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় পিলখানা হত্যাকাণ্ড: হাসিনাসহ ১৫ জনকে সাক্ষ্য দিতে ডাকল তদন্ত কমিশন ফ্যাসিবাদ তাড়িয়েছি আবার কোনো মুসিবত ডেকে আনার জন্য নয়: হাসনাত অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা ভোলা-বরিশাল-ঢাকা গ্যাস পাইপলাইনের সিদ্ধান্ত ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ স্বাধীনতা পুরস্কার নেবেন না বদরুদ্দীন উমর কম সংস্কার চাইলে ডিসেম্বরে, অন্যথায় জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা শাহী মসজিদ বস্তির আগুনে পুড়ল দেড়শ ঘর, দুটি বাস পাকিস্তান থেকে চাল নিয়ে জাহাজ এল চট্টগ্রামে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের অবরুদ্ধ করে বিক্ষোভ শহিদের মর্যাদা পাচ্ছেন পিলখানায় নিহত সেনারা নতুন শিক্ষা উপদেষ্টা হচ্ছেন সি আর আবরার স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিলের আদেশ উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে, শপথ বুধবার

জামায়াত কর্মীকে কুপিয়ে হত্যা, থানায় মামলা

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, October 24, 2024
  • 83 দেখা হয়েছে

 

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে (৩৮)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা করেছে নিহতের পরিবার।

হত্যাকাণ্ডের ১০ বছর পর নিহত শাহাবুল ইসলামের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে এ মামলা করেন।

বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধার সুন্দরগঞ্জ আমলি আদালতের উপ-পরিদর্শক কামাল হোসেন।

এর আগে গতকাল রাতে হত্যা মামলাটি রেকর্ড করে সুন্দরগঞ্জ থানা পুলিশ। মামলায় আওয়ামী লীগের ৭৯ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৫ জানুয়ারি উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যান শাহাবুল ইসলাম ও মিজানুর রহমান (৩২)। এ সময় আওয়ামী লীগের সন্ত্রাসীরা শাহাবুল ও মিজানুরকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর সংঘবদ্ধ হয়ে এজাহার নামীয় আসামিসহ অজ্ঞাত আরও ৪০-৫০ জন মিজানুর রহমান ও শাহাবুল ইসলাম এর ওপর দেশীয় অস্ত্রসহ হামলা চালায়।
এতে উভয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত মিজানুর ও শাহাবুল ইসলামকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দায়িত্বরত চিকিৎসক শাহাবুল ইসলামকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত মিজানুরকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার্ড করা হয়। হত্যাকাণ্ডের এ ঘটনায় দীর্ঘ ১০ বছর পর পরিবারের পক্ষে তার ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে মামলা করেন। মামলাটি আমলে নিয়ে নথিভুক্ত করেন থানা পুলিশ।

উপপরিদর্শক কামাল হোসেন বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রে শাহাবুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এতে সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করে ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০-৫০ জনের নামে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102