December 22, 2024, 8:52 am
ব্রেকিং নিউজ
১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন শনিবার মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিচ্ছেন না খালেদা জিয়া যথাসময়েই হবে ইজতেমা, ছাড় পাবে না সহিংসতাকারীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে: তারেক রহমান জুবায়েরপন্থিদের উস্কানিতে সংঘর্ষ, দাবি সাদ গ্রুপের বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষ, সেনা মোতায়েন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো যাবে না পুলিশ ভেরিফিকেশন কোথাও থাকবে না: কমিশন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল ইভিএমে নয়, জাতীয় নির্বাচন হবে ব্যালটে: সিইসি স্কুলে ভর্তির লটারি আগামীকাল, ফলাফল দেখবেন যেভাবে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিলেন আন্দালিব রহমান পার্থ স্বাধীনতা বিক্রি করা আ.লীগ এখন ভারতে পালিয়েছে: জামায়াত আমির ২০২৫ সালের শেষে জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না: শিল্প উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল কবি হেলাল হাফিজের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক কুমিল্লা বুড়িচং থানা শ্রীপুর গ্রামের কৃতিসন্তান মাজহারুল ইসলাম ভূইয়া বাংলাদেশ বিমান বাহিনীর ৮৫ তম বাফা কোর্স ২০২৪, ফ্লাইং অফিসার পদে কমিশন লাভ

জাবিতে ঠাকুরগাঁও জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Tuesday, November 15, 2022
  • 111 দেখা হয়েছে

জাবি প্রতিবেদক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ঠাকুরগাঁও জেলার শিক্ষার্থীদের সংগঠন ঠাকুরগাঁও জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে রসায়ন বিভাগের ৪৭ব্যাচের শিক্ষার্থী মো. একরামুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে ৪৮ব্যাচের শিক্ষার্থী মো. আহসান হাবীব মনোনীত হয়েছেন।

সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় সংগঠনটির সদ্য-সাবেক সভাপতি রিপন আলী এবং সাধারণ সম্পাদক আবুল বরকত জয় স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন তাজিন্নুরাইন হাসান (গণিত-৪৭), খুরশিদা জাহান খুশি ( ৪৭), আলমগির (ফার্মেসি-৪৭), আবু রায়হান (আইআইটি-৪৭), আসিফ (রসায়ন ৪৭), পুস্মিতা (ইতিহাস-৪৭), আয়েশা সিদ্দিকা (পরিসংখ্যান-৪৭) এবং আফরোজা পারভিন বৃষ্টি (সরকার ও রাজনীতি-৪৭)।

সহ সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মুহাম্মাদ খলিল ইসলাম (গণিত-৪৮), সুমাইয়া আক্তার আঁখি ভুগোল ৪৮), মমতাজ জাহান মীম(ইউ আর পি-৪৮), মোজাহারুল ইসলাম মাহির(বিএমবি-৪৮), শুভ চন্দ্ৰ (গণিত-৪৮), শ্রী কৃষ্ণ (নাটক ও নাট্যতত্ত্ব ৪৮), মৌরি (অর্থনীতি-৪৮) এবং তাকিয়া (বাংলা-৪৮)।

এছাড়াও ৭৮বিশিষ্ট কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. জাকির হোসেন (ফিনান্স এন্ড বাংকিং-৪৮), দীপক (বিএমবি-৪৮), হাসিব চৌধুরী হিরু (বায়োটেকনোলজি-৪৮), উত্তম কুমার রায় (পরিসংখ্যান-৪৮)।

কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন মো. মহব্বত রানা (উদ্ভিদবিজ্ঞান-৪৮) এবং দপ্তর সম্পাদক মনোনীত হয়েছেন মো. শাহিন রানা (লোকপ্রশাসন-৪৯)। উপ-দপ্তর সম্পাদক মনোনীত হয়েছেন হিয়া (লোক প্রশাসন-৪৮)। প্রচার সম্পাদক মনোনীত হয়েছেন মহেশ চন্দ্র (রসায়ন-৪৮)।

উপ-প্রচার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আর্ণিকা (বাংলা-৪৯), সিফাত (পাবলিক হেলথ-৪৯), রিজন (দর্শন-৪৯)।
ছাত্র কল্যাণ সম্পাদক মনোনীত হয়েছেন সাব্বির হোসেন (গণিত-৪৯)। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক লাবু (পরিসংখ্যান -৪৯), ক্রীড়া সম্পাদক অভিষেক (পাবলিক হেলথ-৪৯), উপ-ক্রীড়া সম্পাদক তানিতা (বাংলা-৪৯), শিক্ষা সম্পাদক হাবিবা হিমু (পরিসংখ্যান-৪৯), সাহিত্য বিষয়ক সম্পাদক, মুমতাজ মেহরীন (তুলনামূলক সাহিত্য – ৪৯), আপ্যায়ন সম্পাদক লুবনা (গণিত-৪৯), আইটি সম্পাদক সাকিব (সিএসই-৪৯)।

কমিটিতে উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার খসরু পারভেজ, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মুরশেদা বেগম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুমতাহানা মৌ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আজমল আজাদ রয়েল, চাপাইন নিউ মডেল হাইস্কুল সহকারী শিক্ষক ফয়জুল হোসেন ফয়েজ, প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. সাইদুর জামান, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মোওদুদ হাসান রাজেল, সাবেক সভাপতি আবির সালাহ উদ্দীন, ঠাকুরগাঁও সরকারি কলেজের দর্শন বিভাগের প্রভাষক আলতাফ হোসেন, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক রুমু নারগিস, সাবেক সভাপতি মাসুদ রানা এবং জাহিদুল ইসলাম জাহিদ।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ৫০তম ব্যাচের ২৯জন শিক্ষার্থীকে কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102