জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রদর্শনী পর্বের মধ্য দিয়ে ১৪তম আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব (আইআইইউএসএফএফ) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
জাবির জহির রায়হান মিলনায়তনে দুইটি স্ক্রিনিং সেশন আয়োজন করা হয়। দুটি সেশনে বাংলাদেশের ৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রসহ ১৬টি দেশের মোট ২৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
বিভাগীয় প্রদর্শনী শেষে মূল অনুষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে ৫-৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। আয়োজনের প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠান, চলচ্চিত্র সম্পর্কে প্যানেল আলোচনা, উদ্বাস্তু পরিস্থিতি এবং এই প্রসঙ্গে ‘আইআইইউএসএফএফ’ এর অবস্থান এবং চলচ্চিত্র প্রদর্শনী হবে। আগামী দুইদিন আলোচনার পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী হবে। আর ৮ নভেম্বর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে উৎসবের এবারের আসরের।
এর আগে, গত ১১ অক্টোবর সিলেটের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনীর মধ্য দিয়ে বিভাগীয় প্রদর্শনীর যাত্রা শুরু হয়। উৎসবের এই সংস্করণে নির্বাচিত চলচ্চিত্রগুলো দেশের ৬টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ ৫টি বিভাগে (সিলেট, ময়মনসিংহ, রাঙ্গামাটি, চট্টগ্রাম, বরিশাল ও ঢাকা) প্রদর্শিত হয়। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির কারণে খুলনায় স্ক্রিনিং বাতিল করা হয়। তরুণ চলচ্চিত্র নির্মাতাদের আগ্রহী করে তোলার লক্ষ্যে বিভাগীয় প্রদর্শনী ১৪ তম আসরের নতুন সংযোজন।
ল্লেখ্য, ‘টেক ইউর ক্যামেরা, ফ্রেম ইউর ড্রিম’ স্লোগানকে ধারণ করে ২০০৭ সালে যাত্রা শুরু করে আইআইইউএসএফএফ। প্রতি বছর সারাবিশ্ব থেকে বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের কাছ থেকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আহ্বান করা হয়। এবছর বিশ্বের ৯১ টি দেশ থেকে ১১৪৭ টি শর্ট ফিল্ম জমা পড়েছে। এর মধ্য থেকে বিচারক নির্বাচিত ১৭০ টি শর্টফিল্ম দেশের পাঁচটি বিভাগে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।