অনলাইন ডেস্ক:
দলীয় সকল পদ পদবী থেকে অব্যাহতি দেওয়ার পর এবার পার্টির গঠনতন্ত্রের ধারা ২২ (উপধারা-২) এর প্রদত্ত ক্ষমতাবলে মসিউর রহমান রাঙ্গাকে বিরোধীদলীয় চিফ হুইপের পদ থেকে অব্যাহতি দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
আজ শুক্রবার দলের যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতা ও গত ৮ অক্টোবর প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ি মসিউর রহমান রাঙ্গাকে প্রাথমিক সদস্য পদ থেকেও অব্যাহতি দিয়েছেন।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর জাপার সাবেক মহাসচিব রাঙ্গাকে প্রেসিডিয়াম সদস্য সহ সকল পদ পদবী থেকে অব্যাহতি দেয়া হয়েছিল।
আগামী ২৬ নভেম্বর রওশন এরশাদ জাপার সম্মেলনের ডাক দেয়ার পর-পরই জি এম কাদের সংসদ সদস্য ও প্রেসিডিয়ামদের নিয়ে বৈঠক করেন।
বৈঠকে সর্বস্মতিক্রমে সিদ্ধান্ত অনুযায়ী রওশনকে বাদ দিয়ে জিএম কাদেরকে বিরোধী দলের নেতা করতে স্পিকারের কার্যালয়ে চিফ হুইপ হিসেবে চিঠি দেন রাঙ্গা। এই চিঠি বিধি সম্মত হয়নি বলে একটি টেলিভিশন সাক্ষাৎকারে রাঙ্গার এমন মন্তব্যের পরই তাকে দলের সকল পদ পদবী থেকে অব্যাহতি দেন জি এম কাদের।
উপজেলা দিবসের অনুষ্ঠানে রওশনের পক্ষে কথা বলতে গিয়ে সাবেক মন্ত্রী রাঙ্গা বিরোধী দলের উপনেতা জি এম কাদেরকে নিয়ে আশালীন মন্তব্য করেন। যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে এই নেতাকে রাজনৈতিকভাবে প্রতিহত করার ঘোষণা দেন জিএমকাদের পন্থীরা।
পাশাপাশি বিরোধী দলের চীফ হুইপ ও উপনেতা হিসেবে নতুন নাম প্রস্তাব করে দলের পক্ষ থেকে আরেকটি চিঠি স্পিকারের কার্যালয়ে পাঠানো হয়েছে। এরপর পরই জাপা থেকে রাঙ্গার প্রাথমিক সদস্যপদ যাওয়ার ঘোষণা এল।