অনলাইন ডেস্ক:সরকারি ছুটির দিন আগামীকাল শুক্রবার রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের শাখাগুলো সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক চারটি হলো সোনালী, জনতা, অগ্রণী ও রুপালী ব্যাংক।
আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, আগামীকাল ওই চার ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত।
শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদুল ফিতরের আগে বেতন- ভাতা উত্তোলনের সুবিধার্থে এই নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।