December 21, 2024, 5:44 pm
ব্রেকিং নিউজ
১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন শনিবার মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিচ্ছেন না খালেদা জিয়া যথাসময়েই হবে ইজতেমা, ছাড় পাবে না সহিংসতাকারীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে: তারেক রহমান জুবায়েরপন্থিদের উস্কানিতে সংঘর্ষ, দাবি সাদ গ্রুপের বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষ, সেনা মোতায়েন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো যাবে না পুলিশ ভেরিফিকেশন কোথাও থাকবে না: কমিশন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল ইভিএমে নয়, জাতীয় নির্বাচন হবে ব্যালটে: সিইসি স্কুলে ভর্তির লটারি আগামীকাল, ফলাফল দেখবেন যেভাবে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিলেন আন্দালিব রহমান পার্থ স্বাধীনতা বিক্রি করা আ.লীগ এখন ভারতে পালিয়েছে: জামায়াত আমির ২০২৫ সালের শেষে জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না: শিল্প উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল কবি হেলাল হাফিজের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক কুমিল্লা বুড়িচং থানা শ্রীপুর গ্রামের কৃতিসন্তান মাজহারুল ইসলাম ভূইয়া বাংলাদেশ বিমান বাহিনীর ৮৫ তম বাফা কোর্স ২০২৪, ফ্লাইং অফিসার পদে কমিশন লাভ

চোরাচালানের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, December 21, 2024
  • 11 দেখা হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দেশের একটি জাতীয় দৈনিক পত্রিকার উপজেলা প্রতিনিধি আল আমিন আহমেদ সালমান (২৭) হামলা ওমারধরের শিকার হয়েছেন। মধ্যনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাপ্পী হাসান (৩২) ও উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন (৪২) তাকে মারধর করেন।  বৃহস্পতিবার বিকেলে মধ্যনগর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিকসহ এলাকার সচেতন মহলে চরম ক্ষোভ বিরাজ করছে।

ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সাংবাদিক আল আমিন আহমেদ সালমান বলেন, ‘আমি গত ৯ অক্টোবর একটি জাতীয় দৈনিক পত্রিকায় মধ্যনগরে বেপরোয়া চোরাচালান চক্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করি। পত্রিকায় খবরটি ছাপা হওয়ার পর থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের কতিপয় নেতা কর্মীরা আমার প্রতি ক্ষুদ্ধ হন। এর জের ধরেই আমি হামলা ও মারধরে শিকার হয়েছি। আমি শারিরিকভাবে একটু সুস্থ হয়ে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করব।’

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার মধ্যনগর মধ্যবাজারের একটি চায়ের স্টলের পেছনে থাকা একটি কক্ষে উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুল কাইয়ূম মজনুর কথা বলে বাপ্পী হাসান সাংবাদিক আল আমিনকে ডেকে নেন।

সেখানে আব্দুল কাইয়ূম মজনু ও বিএনপির আরেক নেতার উপস্থিতিতে তাকে মারধোর করে রক্তাক্ত করা হয়।

এ সময় সেখানে তার সঙ্গে উপস্থিত আরও দুইজন সাংবাদিক প্রতিনিধিদের মধ্যে অনুপ তালুকদার অভিকেও লাঞ্ছিত করা হয়।

তবে হামলা ও মারধরের ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করে ছাত্রদল ও যুবদলের ওই দুজন নেতা বলেন, ‘আমরা কাউকে হামলা ও মারধর করিনি। তার সঙ্গে কথার কাটাকাটি হয়েছে।’

এদিকে মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম মজনু ওই সাংবাদিকের ওপর হামলা ও মারধরের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এই ঘটনাটি দুঃখজনক ও নিন্দাজনক। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। কোনো সন্ত্রাসী কর্মকান্ডের দায় ভার দল নিবে না।’

এ হামলা প্রসঙ্গে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমান বলেন, ‘হামলা ও মারধরের ঘটনাটি শুনেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102