ঢাকা:
শাহবাগ থানার চার মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এর আগে চার মামলায় রিজভীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। এজন্য রিজভীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্থিতিতে আদালত এ চার মামলায় গ্রেপ্তার দেখান।
আদালত সূত্রে জানা যায়, বিচারাধীন তিন মামলায় রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। আর এক মামলা তদন্তাধীন। এ চার মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। পরে আদালত তা মঞ্জুর করেন।