এন.সি জুয়েল,কুমিল্লা :
কুমিল্লার চান্দিনা দোল্লাই নবাবপুর সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।মঙ্গলবার( ৮ আগস্ট) দোল্লাই নবাবপুর সরকারি কলেজ মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দোল্লাই নবাবপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোপী নাথ বর্ণিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও দোল্লাই নবাবপুর সরকারি কলেজ সভাপতি,তাপস শীল।দোল্লাই নবাবপুর সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আতিক উল্ল্যাহ ও ইংরেজি বিভাগের প্রভাষক মো. মোশাররফ হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দোল্লাই নবাবপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবুল খায়ের সরকার, দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া।এ সময় আরও উপস্থিত ছিলেন দোল্লাই নবাবপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবদুল মান্নান,দোল্লাই নবাবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোজহারুল ইসলামসহ অত্র কলেজের শিক্ষক,ছাত্র ও ছাত্রী বৃন্দ।