চট্টগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণ, চাকরি বিধি বাস্তবায়ন, চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকরি নিয়মিত করা, সমিতির কর্মকর্তা-কর্মচারীদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি। সোমবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা এই মানববন্ধন পালন করে।
এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম পল্লী বিদ্যু সমিতির এজিএম (এমএস) তৌসিফ জামিল, এসএমজি এলমান শাহ, এজিএম (ওএন্ডএম) আরিফ হোসাইন, জুনিয়র ইঞ্জিনিয়ার মো: হাসান, মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার আলাউদ্দিন। এছাড়া মানববন্ধনে সমিতির জোনাল, সাব জোনাল অফিসের ডিজিএম ও এজিএমসহ সমিতির কয়েক শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
তারা বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির ওপর অন্যায়, নির্যাতন, নিপীড়ন, শোষণ চালিয়ে যাচ্ছে। দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীগণ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুঃশাষণ থেকে মুক্তি পেতে প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারী মানববন্ধন কর্মসূচি পালন করছেন। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান তারা।