March 31, 2025, 12:02 am
ব্রেকিং নিউজ
চাঁদ দেখা গেছে,বাংলাদেশে কাল ঈদ ঢাকায় কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান সারজিস খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার টেলিটক গ্রাহকদের সুখবর দিলো সরকার বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি: ধর্ম উপদেষ্টা ছুটির দিনেও রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক খোলা রাখার নির্দেশ দুদকের মামলা: সাবেক মন্ত্রী নাসিমের ছেলের যুক্তরাষ্ট্রে ১৪ অ্যাপার্টমেন্ট বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা করার সুপারিশ আ.লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ আ.লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি এনসিপির ‘গণমাধ্যমের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে সরকার’

চাঁদাবাজদের আইনের হাতে তুলে দিন: আসিফ মাহমুদ

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, March 27, 2025
  • 9 দেখা হয়েছে

মুরাদনগর প্রতিনিধি:চাঁদাবাজদের আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ।তিনি বলেন, চাঁদাবাজদের স্পষ্টভাবে বলে দিতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের পর এ ধরনের প্র্যাকটিস আর বরদাশত করা হবে না। চাঁদাবাজির সঙ্গে জড়িতদের কঠোর হাতে দমন করা হবে। ফ্যাসিবাদের আমল থেকে টোকেন দিয়ে চাঁদা আদায় করা একটা রেওয়াজে পরিণত হয়েছে। এখনো তা অব্যাহত রয়েছে।

আসিফ মাহমুদ আরও বলেন, চাঁদাবাজরা মনে করছে এটা তাদের দায়িত্ব। এই প্র্যাকটিস থেকে বেরিয়ে আসতে হবে। চাঁদাবাজদের আইনের হাতে তুলে দিতে হবে। আমি মুরাদনগরবাসীকে আহ্বান জানাচ্ছি আপনারা এসব চাঁদাবাজের সঠিক তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ মাঠে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

সম্প্রতি কোম্পানীগঞ্জে চাঁদা আদায়ে বাধা দেওয়ায় কয়েকজনকে মারধর করার প্রসঙ্গে তিনি বলেন, কিছুদিন আগে কোম্পানীগঞ্জে একটি ঘটনা ঘটেছে। অত্যন্ত দুঃখজনক এই যে, জুলাই আন্দোলনে শত শহিদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতার কথা বলছি, সেখানেও পূর্বের মতো চাঁদাবাজি সন্ত্রাসীর মতো ঘটনাগুলো চলমান আছে।

আসিফ মাহমুদ বলেন, আমাদের সৌভাগ্য যে সমাজে এখনো সচেতন মানুষ আছেন। যারা এই চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। যারা আঘাতপ্রাপ্ত হয়েও এ চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এটা আমাদের গর্ব।

তিনি বলেন, সারা দেশের তরুণদের আহ্বান জানাচ্ছি, আপনারা যেখানে বিভিন্ন সমিতির নামে টোকেন ধরিয়ে চাঁদাবাজি দেখবেন; সেখানেই প্রতিবাদ করবেন, রুখে দাঁড়াবেন। স্থানীয় প্রশাসন পুলিশ বাহিনী চাঁদাবাজি দমনে কাজ করছেন। আপনারা তাদের সহযোগিতা করবেন।

আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার চায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদরা জীবন দিয়েছে; একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। ফ্যাসিবাদী সময়ে চাঁদাবাজি মাদক ব্যবসায় জড়িত হয়ে যারা সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করেছে তাদেরকে খুব শক্ত হাতে দমন করা হবে।

তিনি আরও বলেন, সরকার মনে করছে তরুণ প্রজন্ম ও শিশু কিশোররা আগামীর বাংলাদেশের ভবিষ্যত। আমরা তাদেরকে যেভাবে গড়ে তুলব তারা ঠিক সেভাবেই গড়ে উঠবে এবং আমরা সে রকমই একটি বাংলাদেশ পাব।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার তরুণদেকে মাদক থেকে দূরে সরিয়ে খেলাধুলা এবং বিভিন্ন শিক্ষা সংশ্লিষ্ট প্রতিযোগিতার মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যত প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102