স্টাফ রিপোর্টার :
রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন মহোদয়ের নির্দেশনায়, চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ জনাব, মুহাম্মদ শাহজাহান কামাল এর সার্বিক তত্ত্বাবধানে সহযোগিতায় এএসআই(নিঃ) অশোক শীল, এএসআই(নিঃ) মীর মোঃ মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ ০১/১২/২০২৪ ইং তারিখ রাত্রী ০১.০০ ঘটিকায় সময় চন্দ্রঘোনা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া নারী ও শিশু নং-৬১/২১ এর গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী মোঃ আবু তালেব সাদ্দাম (২৮), পিতা-আঃ সালাম, সাং- কারিগর পাড়া (০৫নং ওয়ার্ড) , থানা- চন্দ্রঘোনা, জেলা -রাঙ্গামাটি এবং নারী ও শিশু নং-৯৮/২২ এর গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী মোঃ মহসিন গাজি (২৮), পিতা-মোঃ কুদ্দুস গাজি, সাং- শফিপুর , বাঙ্গালহালিয়া ইউপি, থানা- চন্দ্রঘোনা, জেলা -রাঙ্গামাটি। আসামীকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ প্রেরণ করা হয়েছে বলে গণমাধ্যম কে জানান ।