চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব নারায়ণ চন্দ্র নাথের ছেলের এইচএসসি পরীক্ষায় জাল জালিয়াতির মাধ্যমে জিপিএ-৫ ফলাফল বাতিল করা হয়েছে। ২৪ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জানা যায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আজ বৃহস্পতিবার শৃঙ্খলা কমিটির সভায় এক নম্বর এজেন্ডা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
নারায়ণ চন্দ্র নাথের ছেলের এইচএসসি পরীক্ষার ফলাফল জাল জালিয়াতির বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে। এ সংক্রান্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা রয়েছে। এ প্রতিবেদনের ভিত্তিতে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় নারায়ণ চন্দ্র নাথের ছেলে অংশ গ্রহণ করেছিল। আজকের সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে তার এইচএসসি পরীক্ষার ফলাফল বাতিল করা হয়েছে। এর সাথে একাডেমিক সনদ, ট্রান্সক্রিপ্ট ও ভেরিফাইড কপিও বাতিল করা হয়েছে। নারায়ণ চন্দ্র নাথের বিরুদ্ধে এ জাল জালিয়াতির জন্য দ্রুত সময়ের মধ্যে ফৌজদারি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান।”
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শতরুপা তালুকদার এর স্বাক্ষরিত এক নির্দেশনায় উল্লেখ করা হয় যে, “তদন্তে নারায়ণ চন্দ্র নাথের বিরুদ্ধে জাল জালিয়াতির অভিযোগ প্রমাণ হয়েছে। এ জন্য তাকে ওএসডি করা হয়েছে। একই নির্দেশনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডকে নারায়ণ চন্দ্র নাথের ছেলের ফলাফল বাতিলসহ ও জাল জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার জন্য বলা হয়েছে।”