হায়দার আলী চট্টগ্রাম
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে নগরীর হালিশহর থানাধীন চৌধুরী পাড়া এলাকায় অভিযান চালিয়ে ডলার প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ ওবাইদুর ফকির (৩৫), মোঃ সিরাজ তালুকদার (৫৯),মোঃ রওশন শেখ (৩৫) ও মোঃ রিপন খান (৩৬)।
২৫ জুলাই (মঙ্গলবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হালিশহর থানাধীন চৌধুরী পাড়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আলী হোসেন বলেন, “তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে নগরীর হালিশহর থানাধীন চৌধুরী পাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রতারণার অভিযোগে ডলার প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।”
জানা যায় গত ১৭ জুলাই জনৈক মোঃ আমিনুল ইসলামকে আমেরিকান ২ হাজার ডলার দেওয়ার কথা বলে বামী নগদ ১ লক্ষ টাকা প্রতারক চক্রকে দিলে প্রতারক চক্র ডলার আছে বলে গামছা মোড়ানো একটি পুটলি দেয়। কিছুদূর গিয়ে বাদী গামছা খুলে দেখে সেখানে ডলার এর পরিবর্তে পুরাতন পেপার মোড়ানো। তাদের কাছ থেকে এভাবে প্রতারিত হওয়ার পর বাদীর অভিযোগের ভিত্তিতে ডলার প্রতারক চক্রের এ ৪ সদস্যদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা একটি পেশাদার ডলার প্রতারক চক্র। তাদের বিরুদ্ধে সিএমপি’র বন্দর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।”