হায়দার আলী চট্টগ্রাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)র দর্শন বিভাগের সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষে নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
১৫ জুলাই (শনিবার) চট্টগ্রাম প্রেসক্লাবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। উক্ত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে দর্শন বিভাগের সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব চবি’র দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মাছুম আহমেদ বলেন, “১৯৭৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)র দর্শন বিভাগের যাত্রা শুরু হয়। সে হিসেবে এ মাসেই দর্শন বিভাগের ৫০ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে আমরা আগামী ২৮ অক্টোবর সুবর্ণ জয়ন্তী উৎসবের আয়োজন করতে যাচ্ছি।
উক্ত সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষে একটি দর্শন বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করতে যাচ্ছি। এ-ই কনফারেন্সে বিভিন্ন দেশের গবেষকগণ অংশ গ্রহণ করবেন। এছাড়াও দেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষানবিশ গবেষকেরাও নিজেদের গবেষণা পত্র এখানে সাবমিট করতে পারবে।
আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দর্শন বিভাগের সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন অনুষ্ঠানের নিবন্ধন করা যাবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দর্শন বিভাগের সভাপতি মোহাম্মদ আবদুল মান্নান, এ বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইকবাল শাহীন খান, ডক্টর এফ এম এনায়েত হোসেন ও ডক্টর আকিবুল হক প্রমুখগণ।