সাগর চৌধুরী, সৌদি আরব থেকে
সৌদি আরব প্রবাসী মোসলেহ উদ্দীন মুন্না প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাসি’। সর্বমহলে প্রশংসিত ‘হাসি’ জনকল্যাণমুখী বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ‘হাসি’র বিশুদ্ধ পানির মেশিন উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
৪ অক্টোবর মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের আন্দরকিল্লায় ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সাধারণ মানুষের জন্য সেবামূলক সংগঠন ‘হাসি’র পক্ষ হতে একটি বিশুদ্ধ পানির মেশিন স্থাপন করা হয়। এটি বন্দরনগরী চট্টগ্রামে হাসির ১৩তম বিশুদ্ধ পানির মেশিন স্থাপন।
শিক্ষা উপমন্ত্রী বলেন, প্লাস্টিকের বোতলজাত পানির চেয়ে বিশুদ্ধ পানির মেশিন থেকে পানি পান অনেক উত্তম। উদ্যোক্তাদের নগরের জনবহুল এলাকায় এ ধরনের আরও মেশিন স্থাপনের আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ ফজলে রাব্বী, ডা. জামাল উদ্দিন আরএমও, কাউন্সিলর জহুর লাল হাজারী, কাউন্সিলর পুলক খাস্তগীর, কাউন্সিলর আবুল হাসনাত বেলাল, কাউন্সিলর নুর মোস্তাফা টিনু, কাউন্সিলর রুমকি সেন গুপ্ত, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ ও সাংবাদিক সাগর চৌধুরী।
‘হাসি’র প্রতিষ্ঠাতা মোসলেহ উদ্দিন মুন্নার সার্বিক সহযোগিতায় সংগঠনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ মোর্শেদ, আবদুন নুর আইয়ুব, আবুল হাসনত রাসেল, এম হামিদ হোছাইন, ইরফানুল আলম হিমেল, সাইফ উদ্দিন, তৌহিদ ইসলাম, আশরাফ জামান, ছামি, পারদীন ইব্রাহিম, তাছিন, সানি প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন এম হামিদ হোছাইন ও মুনাজাত পরিচালনা করেন হাসপাতাল মসজিদের পেশ ইমাম ইমাম মওলনা নুরুল আলম।