April 3, 2025, 7:58 pm
ব্রেকিং নিউজ
আমরা দেশে শান্তি চাই: প্রধান উপদেষ্টা চাঁদ দেখা গেছে,বাংলাদেশে কাল ঈদ ঢাকায় কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান সারজিস খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার টেলিটক গ্রাহকদের সুখবর দিলো সরকার বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি: ধর্ম উপদেষ্টা ছুটির দিনেও রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক খোলা রাখার নির্দেশ দুদকের মামলা: সাবেক মন্ত্রী নাসিমের ছেলের যুক্তরাষ্ট্রে ১৪ অ্যাপার্টমেন্ট বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা করার সুপারিশ আ.লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ আ.লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি এনসিপির

চট্টগ্রামে প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৭ টায়

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, June 28, 2023
  • 151 দেখা হয়েছে

হায়দার আলী, চট্টগ্রামঃ

ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। চট্টগ্রামসহ সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। এ-ই দিন প্রতিটি সামর্থ্যবান ধর্মপ্রাণ মুসলমানেরা পশু কোরবানির মাধ্যমে ঈদুল আজহা উদযাপন করে। মহান আল্লাহর আনুগত্য ও সন্তুষ্টি লাভের আশায় মহান রাব্বুল আলামিনের নির্দেশনা মেনে পশু কোরবানি করে থাকেন। কোরবানিকৃত পশুর মাংস যাঁরা দরিদ্র ও কোরবানি করতে পারেনা তাদের নিকট বিলি করে। এর আগে ধনী-গরিব সকলে এক কাতারে শামিল হয়ে ঈদুল আজহা নামাজ আদায় করে। প্রতি বছরের ন্যায় এবারও চট্টগ্রামসহ সারাদেশে আরবি চন্দ্র মাসের ১০ জিলহজ্ব (২৯ জুন) বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। এ দিন কোরবানিকৃত পশুর মাংস তিন ভাগের এক ভাগ গরিব মিসকিন ও এক ভাগ নিকট আত্মীয় স্বজনদের মধ্যে বিলিয়ে দেওয়ার বিধান রয়েছে। ইচ্ছা করলে পুরোটাই বিলিয়ে দেওয়া যায়। মহান রাব্বুল আলামিন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হযরত ইব্রাহিম (আ:) তাঁর নিজ পুত্র হযরত ইসমাঈল (আ:)কে কোরবানি করার উদ্যোগ নিয়েছিলেন। এমতাবস্থায় এমতাবস্থায় মহার আল্লাহর অসীম কুদরতে হযরত ইসমাঈল (আ:) এর পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায়। বাংলাদেশসহ বিশ্বের মুসলমান সম্প্রদায় হযরত ইব্রাহিম (আ:) এ-র মহিমাময় ত্যাগের কথা স্মরণ করে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য জিলহজ্জ মাসের ১০ তারিখে পশু কোরবানি করে থাকেন। মহান আল্লাহ পাক আর্থিকভাবে সকল সামর্থ্যবান মুসলমানদের জন্য কোরবানি ওয়াজিব করে দিয়েছেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মো: শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীসহ বিশ্বের মুসলমানদেরকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, অভিনন্দন ও ঈদ মোবারক জানিয়ে পৃথক বানী দিয়েছেন। প্রতি বছরের মতো এবারও চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় নগরীর ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭ টায়। এতে ইমামতি করিবেন এ মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আলকাদেরী। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮ টায়।এতে ইমামতি করিবেন এ মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আহমদুল হক। চট্টগ্রাম জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে নগরীর এমএ আজিজ স্টেডিয়ামের সামনে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়। এতে ইমামতি করিবেন বাইতুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ড. সৈয়দ মুহাম্মদ আবু নোমান। এছাড়াও নগরীর ৪১ টি ওয়ার্ডে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম নগরীর বিভিন্ন ওয়ার্ড, পাড়া- মহল্লার জামে মসজিদ ও সিটি করপোরেশনের তত্ত্বাবধানে প্রায় ১৬৪ টি জামে মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে প্রায় শতাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102