April 3, 2025, 2:15 am
ব্রেকিং নিউজ
আমরা দেশে শান্তি চাই: প্রধান উপদেষ্টা চাঁদ দেখা গেছে,বাংলাদেশে কাল ঈদ ঢাকায় কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান সারজিস খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার টেলিটক গ্রাহকদের সুখবর দিলো সরকার বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি: ধর্ম উপদেষ্টা ছুটির দিনেও রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক খোলা রাখার নির্দেশ দুদকের মামলা: সাবেক মন্ত্রী নাসিমের ছেলের যুক্তরাষ্ট্রে ১৪ অ্যাপার্টমেন্ট বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা করার সুপারিশ আ.লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ আ.লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি এনসিপির

চট্টগ্রামে নারীর নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে ব্লকে মেইলিং: মামলার আসামি গ্রেফতার

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Tuesday, July 18, 2023
  • 127 দেখা হয়েছে

হায়দার আলী চট্টগ্রাম:

চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় নারীর নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে ব্লকে মেইলিং করার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাইজ পাড়া থেকে আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি হলেন- মোঃ এরশাদ হোসেন প্রকাশ সানি (৩৪)। গ্রেফতার এরশাদ হলেন- নগরীর বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহরের মাইজ পাড়া এলাকার মঃ সামসুল আলমের ছেলে। ১৭ জুলাই (মঙ্গলবার) বিকাল ৪ টার দিকে নগরের বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহর মাইজ পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার সিনহা বলেন, “ভুক্তভোগী নারী ও গ্রেফতার এরশাদ প্রতিবেশী হওয়ার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সূত্রে ও-ই নারীকে একদিন রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে কৌশলে দুইটি ছবি তোলে ও-ই নারীকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয় এরশাদ। গত ১৫ জুলাই রাতে এরশাদ ও-ই নারীকে ফোন করে তার সাথে ঘুরতে যাওয়ার জন্য চাপ দেয়। না হলে ও-ই আত্মীয় স্বজনের মোবাইলে ও ইন্টারনেটে ও-ই নারীর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এর ভয়ে পরের দিন ও-ই নারী নগরের ইপিজেড মোড়ে এরশাদের সাথে দেখা করে। তখন এরশাদ হোসেন বন্দর থানাধীন একটি হোটেলে ও-ই নারীকে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক ও-ই নারীকে নগ্ন করে তার ছবি ও ভিডিও ধারণের মাধ্যমে এরশাদের সাথে ও-ই নারীকে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য মানসিক নির্যাতন চালানো হয়। ভুক্তভোগী ও-ই নারী পরে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর ১৭ জুলাই সোমবার বিকাল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর মাইজ পাড়া থেকে অভিযুক্ত আসামি এরশাদ হোসেনকে ঘটনায় ব্যবহৃত মোবাইলসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরশাদ ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেফতার এরশাদের বিরুদ্ধে নগরীর ইপিজেড থানায় একটি ছিনতাই মামলা রয়েছে। ১৮ জুলাই মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102