December 22, 2024, 8:25 am
ব্রেকিং নিউজ
১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন শনিবার মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিচ্ছেন না খালেদা জিয়া যথাসময়েই হবে ইজতেমা, ছাড় পাবে না সহিংসতাকারীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে: তারেক রহমান জুবায়েরপন্থিদের উস্কানিতে সংঘর্ষ, দাবি সাদ গ্রুপের বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষ, সেনা মোতায়েন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো যাবে না পুলিশ ভেরিফিকেশন কোথাও থাকবে না: কমিশন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল ইভিএমে নয়, জাতীয় নির্বাচন হবে ব্যালটে: সিইসি স্কুলে ভর্তির লটারি আগামীকাল, ফলাফল দেখবেন যেভাবে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিলেন আন্দালিব রহমান পার্থ স্বাধীনতা বিক্রি করা আ.লীগ এখন ভারতে পালিয়েছে: জামায়াত আমির ২০২৫ সালের শেষে জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না: শিল্প উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল কবি হেলাল হাফিজের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক কুমিল্লা বুড়িচং থানা শ্রীপুর গ্রামের কৃতিসন্তান মাজহারুল ইসলাম ভূইয়া বাংলাদেশ বিমান বাহিনীর ৮৫ তম বাফা কোর্স ২০২৪, ফ্লাইং অফিসার পদে কমিশন লাভ

চট্টগ্রামে নতুন ভোটার ৫লক্ষ ৫০ হাজার ৭৪৫ জন

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, January 16, 2023
  • 124 দেখা হয়েছে

হায়দার আলী (স্টাফ রিপোর্টার) চট্টগ্রাম:

নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত হালনাগাদ খসড়া তালিকায় চট্টগ্রামে অন্তর্ভুক্ত হয়েছে ৫ লক্ষ ৫০ হাজার ৭৪৫ জন নতুন ভোটার। এর মধ্যে ফটিকছড়িতে ৪৪ হাজার ৯৮৩, মিরসরাইয়ে ৩৬ হাজার ৩৩, হাটহাজারীতে ৩০ হাজার ৯৯০, রাঙ্গুনিয়ায় ৩০ হাজার ৭০০,সীতাকুণ্ডে ২৫ হাজার ৯৬৯, রাউজানে ২২ হাজার ২৪২, সন্দ্বীপে ২২ হাজার ১৬৭, বাঁশখালিতে ৫০ হাজার ৭৬৪, সাতকানিয়ায় ৪০ হাজার ৩৭৮, পটিয়ায় ৩১ হাজার ৩৮০, আনোয়ারায় ২৫ হাজার ৮৪০, লোহাগাড়ায় ২৪ হাজার ৫৭৪, চন্দনাইশে ২০ হাজার ১৬৭, বোয়ালখালিতে ১৮ হাজার ৬৭৩ জন ও কর্ণফুলী উপজেলায় ১১ হাজার ৮১৬ জন নতুন ভোটার।

চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং এ ২৩ হাজার ৮৮, পাঁচলাইশে ২১ হাজার ৬৬৭, চান্দগাঁওয়ে ২১ হাজার ৬১৬, পাহাড়তলীতে ১৬ হাজার ৭২৪, বন্দরে ১৬ হাজার ৪৭৩ ও কোতোয়ালি থানায় ১৪ হাজার ৫২২ নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে।
চট্টগ্রামে এর আগে ৫৯ লক্ষ ৮৯ হাজার ২৩৫ জন ভোটার ছিল।

১৫ জানুয়ারি (রবিবার) রাজধানী ঢাকার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে খসড়া তালিকা প্রকাশ করেন। এ-ই খসড়া ভোটার তালিকা অনুযায়ী সারাদেশে ৭৯ লক্ষ ৮৩ হাজার ২৭৭ জন নতুন ভোটার যুক্ত হয়েছে। এর মধ্যে পুরুষ ৪০ লক্ষ ৭২ হাজার ৪৫৫ জন। নারী ৩৯ লক্ষ ১০ হাজার ৪৩৯ জন এবং হিজড়া ৩৮৩ জন। ২০২২ সালের ২ মার্চ পর্যন্ত সারাদেশে মোট ভোটার ছিল ১১ কোটি ৩২ লক্ষ ৮৭ হাজার ১০ জন। এ-র মধ্যে পুরুষ ৫ কোটি ৭৬ লক্ষ ৮৯ হাজার ৫২৯ জন। নারী ৫ কোটি ৫৫ লক্ষ ৯৭ হাজার ২৭ জন ও হিজড়া ৪৫৪ জন। ভোটার তালিকা থেকে মৃত্যুর পর বাদ ২২ লক্ষ ৯ হাজার ১২৯ জন।

প্রকাশিত খসড়া তালিকায় এখন মোট ১১ কোটি ৯০ লক্ষ ৬১ হাজার ১৫৮ ভোটার। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৩ লক্ষ ৮৩ হাজার ১১২ জন। নারী ৫ কোটি ৮৬ লক্ষ ২০৯ জন ও হিজড়া ৮৩৭ জন। ২০২৩ সালের শেষে কিংবা ২০২৪ সালের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এসব ভোটার ভোট দিতে পারিবেন।

নির্বাচন কমিশন ২০২২ সালের ২০ মে থেকে ২০ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী ৪ ধাপে ভোটার যোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও নিবন্ধনের কাজ সম্পন্ন করে। এবারও গতবারের মতো ৩ বছরের তথ্য একসঙ্গে নেওয়া হয়েছে। এক্ষেত্রে যারা ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে জন্মগ্রহণ করেছেন তাদের তথ্য সংগ্রহ করা হয়। নিবন্ধন কারিদের মধ্যে যার বয়স ১৮ বছর পূর্ণ হবে তখন স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় তিনি অন্তর্ভুক্ত হবেন।”

দেশে প্রথম ২০০৭-২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রনয়নের পর এ পর্যন্ত ৫বার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এবারের হালনাগাদে কোনো ভূল থাকলে তা আগামী ৩১ জানুয়ারির মধ্যে দাবী, আপত্তি বা সংশোধনের জন্য আবেদন করতে পারিবেন। ৭ ফেব্রুয়ারির মধ্যে কতৃপক্ষ সে আবেদন নিষ্পত্তি করবে। আবেদন নিষ্পত্তির পর আগামী ২ মার্চ হালনাগাদকৃত খসড়া তালিকাকে চুড়ান্ত তালিকায় প্রকাশ করা হবে।

 

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102