হায়দার আলী ,চট্টগ্রাম:
চট্টগ্রামে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় গত দুই মাসে অভিযান পরিচালনা করে শতাধিক নারী-পুরুষকে গ্রেফতার করেছে ডিবি ও পুলিশ। পরিচালিত সকল অভিযানে গ্রেফতার সমূহ ;
গত ৫ জুলাই (বৃহস্পতিবার) রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ সেলিম মিয়ার নেতৃত্বে একটি টিম কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় হোটেল হিলটাউন (আবাসিক) থেকে ৪ নারী ও ৬ পুরুষসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
২৩ জুন নগরীর হালিশহর থানাধীন কর্ণফুলী আবাসিক এলাকায় মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ৪ নারী ও ২ পুরুষসহ ৬ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
১৭ জুন সন্ধ্যায় নগরীর পতেঙ্গা থানাধীন দক্ষিণ পতেঙ্গা সি-বিচ রোড এলাকায় অভিযান পরিচালনা করে অসামাজিক কর্মকাণ্ডের লিপ্ত থাকায় মহিউদ্দিনের ভাড়া ঘর থেকে ৫ জন নারী ও পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ।
৬ জুন রাতে নগরীর পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপোস্থ তাহেরাবাদ আবাসিক এলাকার অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় মক্কা ম্যানশনের ৫ম তলা থেকে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
৪ জুন নগরীর বন্দর থানাধীন ইপিজেড মোড় এলাকায় অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
১৯ মে নগরের আকবর শাহ থানাধীন বাগানবাড়ী এলাকায় অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডের লিপ্ত থাকায় একটি ভবন থেকে ৮ জন নারী ও পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ।
১৭ মে নগরীর কোতোয়ালী থানা এলাকায় একাধিক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় ১১ জন নারী ও ৬ জন পুরুষসহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে হোটেল সিলভার ইন থেকে ৯ জন, পুরাতন স্টেশন এলাকায় হোটেল মেট্রো ইন থেকে ৫ জন ও সিনেমা প্যালেস এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়।
১৬ মে নগরীর পতেঙ্গা থানা এলাকায় দীর্ঘদিন যাবত পরিচালিত আবাসিক হোটেল গুলোতে আড়ালে অসামাজিক কার্যকলাপ চলার গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগ অভিযান চালিয়ে হোটেল থেকে ১১ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
১৫ মে চট্টগ্রামের হাটহাজারী থানাধীন পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে মহিলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন একটি ভবনে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
১৪ মে সকাল সাড়ে ৯ টার দিকে কোতোয়ালী থানাধীন রাইফেল ক্লাবের বিপরীতে হোটেল মুসলিম (আবাসিক) এ অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে হোটেল ম্যানেজারসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
১৩ মে নগরীর কোতোয়ালী থানা এলাকায় আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ২ টি আবাসিক হোটেল থেকে ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ৭ জন নারী ও ১৯ জন পুরুষ।
চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, “অতীতে অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের কার্যক্রম নিষেধ করার পরেও অব্যাহত রাখা হলে তাদের লাইসেন্স বাতিলের বিষয়টিও বিবেচনা করা হবে।”
নগরীর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, “বন্দরনগরী চট্টগ্রামে সামাজিক অবক্ষয়ের চুড়ান্ত পর্যায়ের দিকে যাচ্ছে। অসামাজিক কার্যকলাপ চট্টগ্রামের সামাজিক ব্যাধিতে পরিনত হতে চলছে। হোটেলে অভিযান পরিচালনা পর এধরনের অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য তাদেরকে নির্দেশ দিয়েছি। এরপরেও হোটেলে অভিযান পরিচালনা করতে গিয়ে দেখেছি আবারও হোটেলে রমরমা এ ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে দুয়েক দিনের মধ্যে জেলা প্রশাসক বরাবর চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”