হায়দার আলী (স্টাফ রিপোর্টার) চট্টগ্রাম
বন্দর নগরী চট্টগ্রামের হালিশহরস্থ ইস্টার্ন ব্যাংক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
৬ জানুয়ারি (শুক্রবার) দুপুর ১২ টার দিকে নগরীর হালিশহর এক্সেস রোড সংলগ্ন এলাকার ইস্টার্ন ব্যাংক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
আগ্রাবাদ ফায়ার ডিফেন্স স্টেশনের লিডার মোহাম্মদ হুমায়ুন কবির জানান, “হালিশহর এলাকায় ইস্টার্ন ব্যাংক ভবনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬ টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। কিভাবে আগুনে সূত্রপাত হয়েছে এখনও তা জানা যায়নি।”