হায়দার আলী, চট্টগ্রাম:
চট্টগ্রামের বাঁশখালীর বৈলছড়ির চেচুরিয়া এলাকায় চট্টগ্রামগামী একটি সিএনজি অটোরিকশা এক শিশুকে বাঁচাতে উল্টে গিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে একজন নিহত ও ড্রাইভারসহ ৩ জন গুরুতর আহত হয়েছে।
নিহত যাত্রী হলেন- শফিউল আলম জিহাদি (৬৫)। আহতরা হলেন- মারুফা আকতার (১০) ও ফোরকান (৩০)। সিএনজি অটোরিকশা চালক হলেন- আব্দুর রহিম (৩০)। নিহত শফিউল আলম হলেন- পেকুয়া উপজেলার ছিরাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে নুরুল হুদার ছেলে। আহতদের মধ্যে মারুফা আকতার হলেন- বৈলছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেচুরিয়া এলাকার নাছির আহমদের মেয়ে ও ফোরকান হলেন- সরল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জালিয়া ঘাটা এলাকার লাতু মিয়ার ছেলে।
১৫ জুলাই (শনিবার) সকাল ১০ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, “একটি শিশু দৌড়ে রাস্তা পার হওয়ার সময় তাকে বাঁচাতে গিয়ে সিএনজি অটোরিকশাটি উল্টে গিয়ে বাঁশখালীর পিএবি সড়কে বৈলছড়ির চেচুরিয়া কেবি কনভেনশন সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক হীরক পাল বলেন, ” গুরুতর আহত অবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।”
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, “এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গুরুতর আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। সিএনজি অটোরিকশা চালক আব্দুর রহিম পলাতক রয়েছে।