হায়দার আলী স্টাফ রিপোর্টার চট্টগ্রাম
চট্টগ্রাম মহানগরীর বহুল আলোচিত পাঁচলাইশ থানার মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ ৭ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
১৩ মার্চ (সোমবার) বিকালে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোঃ জসিম উদ্দিনের অাদালতে মিতু হত্যা অভিযোগ গঠন করা হয়। আগামী ৯ এপ্রিল মিতুর স্বামী বাবুল আক্তারসহ ৭ আসামির বিরুদ্ধে বিচার শুরু আদেশ দিয়েছেন আদালত। এসময় আদালতে আসামি বাবুল আক্তার, আনোয়ার হোসেন, শাহজাহান মিয়া ও মোতালেব মিয়া প্রঃ ওয়াসিমকে হাজির করা হয়েছে। এছাড়াও জামিনে থাকা এহতেশামুল হক ভোলা আদালতে হাজির ছিলেন।
মহানগর পিপি মোঃ আব্দুর রশিদ বলেন, “আসামি বাবুল আক্তার দীর্ঘদিন পরিকল্পনা করে তার স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যা করা হয়। বাবুল আক্তার যখন ঢাকায় অবস্থান করেন তখনই সে পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছিল। তাই বাবুল আক্তারের বিরুদ্ধে ৩০২, ২০১ ও ১০৯ ধারা মতে মামলায় চার্জ গঠন করা হয়েছে।
মামলা সূত্রে জানা জানা যায়, “একসময় বাবুল আক্তার চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার ছিলেন। তিনি বদলি হয়ে যোগদানের জন্য ঢাকায় অবস্থান যাওয়ার পরপরই চট্টগ্রামে ২০১৬ সালের ৫ মে খুন হন। তখন চট্টগ্রামে ফিরে এসে বাবুুল আক্তার নগরের পাঁচলাইশ থানায় মামলা করেছিলেন। কিন্তু পরবর্তীতে পিবিআই এর তদন্তে বেরিয়ে এসেছে বাবুলের পরিকল্পনা মতে মিতু খুন হয়েছিল।
এরপর ২০২১ সালের ১২ মে মিতুর বাবা মোশাররফ হোসেনের করা মামলায় বাবুল আক্তারককে গ্রেফতার দেখানো হয়। দীর্ঘ প্রায় ৭ বছর পর আলোচিত মিতু হত্যা মামলার বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।