কক্সবাজার প্রতিনিধি :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক মো. সেলিম উদ্দিন (৫০) নিহত হয়েছেন। এসময় আহত হয় পিকআপের হেলপার। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড রাজধানী পাড়ার নজির আহমদের ছেলে। চিরিঙ্গা হাইওয়ে পুলিশের এসআই খোকন কান্তি রুদ্র বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি বাস মহাসড়কের ইসলামনগর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় পিকআপ চালক ও হেলপার গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চালক সেলিম মারা যায়। তবে বাসের কোন যাত্রী বড়ধরনের আঘাত পায়নি। এ ঘটনায় গাড়ি দুু’টি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।